মাতৃভাষা দিবসে চীনে বন্ধুসভার নানা আয়োজন
প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বপ্ন, জন্ম ও ঐতিহ্যের নানা কথা। সেই ইতিহাসে রয়েছে আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাব। এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চীন বন্ধুসভা আয়োজন করেছে গান, কবিতা আবৃত্তি এবং বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার।
২৫ ফেব্রুয়ারি চীনের নানজিং শহরের মনোমুগ্ধকর শুয়ানো লেক পাড়ে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়। আরও উপস্থিত ছিলেন জেংচৌ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম, নানজিং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক খাইরুল ইসলাম, চীন বন্ধুসভার উপদেষ্টা এ এম মুজাহিদ প্রমুখ। অতিথিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং বাংলা ভাষার ইতিহাস ও নানাবিধ ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা পর্ব শেষে বন্ধুরা মনোমুগ্ধকর গান, কবিতা আবৃত্তি এবং বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সবাই নিজ নিজ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিতর্কে পক্ষ ও বিপক্ষ উভয় দল চমৎকার তথ্য বিশ্লেষণ এবং তুমুল যুক্তি খণ্ডন করেন। বিজয়ী হয়েছে পক্ষ দল নানজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন নওশিন জামান।
সবশেষে পুরস্কার বিতরণী এবং চীন বন্ধুসভার সভাপতি আহনাফ তাহমিদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব উল ইসলাম, কল্লোল কান্তি দেবনাথ, নাজমুস সাকিব, কিশোর বিশ্বাস, ফারুক উদ্দিন, জসীম হোসাইন, তৌফিক এজাজ, খাইরুল হাসান, সাইদুল ইসলাম, নুরুল ইসলাম, এ বি সিদ্দিক, খাইরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল্লাহ্ আল বারী।
শিক্ষার্থী, জেংচৌ বিশ্ববিদ্যালয়, চীন