কবিতা আবৃত্তি, আলোচনা সভা, গান, নৃত্য পরিবেশনাসহ প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে বসন্তবরণ অনুষ্ঠান করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ১৬ ফেব্রুয়ারি বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ছাদে এটি অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক পর্বে বসন্তের গানে নৃত্য পরিবেশন করেন বন্ধু ফারিহা খান ও রামিজ আহমেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বসন্ত’ কবিতাটি আবৃত্তি করেন উপদেষ্টা আজিজুর রহমান, জীবনানন্দ দাশের ‘পাখিরা’ কবিতাটি আবৃত্তি করেন দপ্তর সম্পাদক মেঘলা খাতুন। ‘আহা আজি এ বসন্তে’ গানটি গেয়ে শোনান পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন।
এ সময় বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় স্মরণে তাঁর বিখ্যাত গান ‘আলু বেচো, ছোলা বেচো...’ গানটি পরিবেশন করেন বন্ধুরা।
এর আগে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ।
বক্তারা বলেন, ‘বসন্ত মানে নিজেকে উজ্জীবিত করা। মনকে শুদ্ধ করা। বসন্ত মানে তারুণ্যের বহিঃপ্রকাশ। তারুণ্যের অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে বসন্ত আমাদের মনে প্রেরণা নিয়ে আসে। ফাগুনের আগুন রাঙা প্রকৃতি আমাদের মনকে রাঙিয়ে তোলে। এ ফাগুন সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান, মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোনিয়া খাতুন, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু আরেফিন অপুসহ অন্যরা।
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা