শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে

গান ও আড্ডার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ
ছবি: বন্ধুসভা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’ শিরোনামে গান ও আড্ডার মধ্য দিয়ে কবিকে স্মরণ করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা।

১২ আগস্ট বিকেলে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদের তীরের লিচুতলায় এটি অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদক নম্রতা বর্মণ ও কার্যকরী সদস্য নীহারিকা দাস।

বন্ধুদের আড্ডা
ছবি: বন্ধুসভা

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার সহসভাপতি ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রোজা, বন্ধু তনামি, অদিতি, আকাশ, সুপ্তি, পিয়াল, তাসফিয়া, রাবেয়া, আপেল, হাসি প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা