প্রতিকূলতা পেছনে ফেলে এগিয়ে গেলেই সফলতা আসবে

গাজীপুরে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা
ছবি: বন্ধুসভা

মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে ১৭ সেপ্টেম্বর গাজীপুর নগরের ছায়াবীথি সোসাইটি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা’। এদিন বিদ্যালয়টির মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় কর্মশালা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ৩টায়।

ইউনিমেড ইউনিহেলথের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করেছে গাজীপুর বন্ধুসভা। সার্বিক সহযোগিতা করেছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।

কর্মশালার উদ্বোধন করেন ছায়াবীথি সোসাইটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাসুদুর রহমান। তিনি বলেন, ‘মানুষের জীবনে অনেক বাধা বা প্রতিকূলতার সৃষ্টি হবে। এতে মন খারাপ করার কিছু নেই। হতাশাগ্রস্ত হওয়া যাবে না। সব প্রতিকূলতা পেছনে ফেলে এগিয়ে গেলেই সফলতা আসবে।’

কর্মশালা শেষে আলোচকদের সঙ্গে অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) জোবায়ের মিয়া। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্যই যখন সব সুখের মূল, তখন সেই স্বাস্থ্য ভালো না থাকলে সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব নয়।’

কর্মশালায় মানসিক স্বাস্থ্য নিয়ে আরও আলোচনা করেন সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মুহসিনা বুশরা। এর আগে শুরুতেই গাজীপুর বন্ধুসভার সভাপতি নাঈমা সুলতানা এই আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন। সঞ্চালনা করেন উম্মে কুলসুম ইস্তিলা।
কর্মশালা শেষে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা