‘বন্ধুসভার সঙ্গে থেকে নিজেকে সৌভাগ্যবান মনে হয়’

২৬ বছরে নোয়াখালী বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

নতুন আলোয় স্বপ্নের বাংলাদেশকে সাজানোর শপথ নিয়ে পথ শুরু হয় প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যায় সংগঠনটি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১১ নভেম্বর পূর্ণ করে ২৬ বছরের মাইলফলক। বন্ধুসভার সঙ্গে একই দিনে নোয়াখালী বন্ধুসভাও প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ করে।

২৩ নভেম্বর নোয়াখালীর হাউজিং বালুর মাঠসংলগ্ন আরডি ফুড জোনে নোয়াখালী বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। একই সঙ্গে বিগত বছরের ধারাবাহিকতায় ২০২৪ সালেও নোয়াখালী বন্ধুসভা ‘বর্ষসেরা বন্ধুসভা’ ও ‘সহমর্মিতার ঈদ’ ক্যাটাগরিতে সেরাদের অন্যতম হওয়ায় আনন্দ উপভোগ করার জন্য দিনটি বেছে নেন বন্ধুরা।

বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘তরুণোদয়ের নতুন আলোয়’। অনুষ্ঠানের দিন সকাল থেকেই চারদিকে বন্ধুদের আনন্দের আমেজ আর উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সভাপতি আসিফ আহমেদ। বেলা ১১টায় শুরু হয় মূল আয়োজন। শুরুতেই বন্ধুসভার থিম সংগীত পরিবেশন করা হয়। অংশ নেন বন্ধু জেরিন ফাহমিদা, ফাহিম, সিফাত, সানি তামজিদ, শাহিদা রেশমি, নয়ন চন্দ্র কুরি, আমিন মুনা ও অনিক ভৌমিক।

পুরো বছরের কার্যবিবরণী তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক উম্মে ফারহিন। বাঁশির সুর শোনান বন্ধু বাঁশিওয়ালা রায়হান। তাঁর মনোমুগ্ধকর বাঁশির সুরে মন কাড়ে সবার। কবি শঙ্খনীল দেবের ‘একেই বলে সংসার’ কবিতাটি আবৃত্তি করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহিদা রেশমি ও প্রচার সম্পাদক সানি তামজিদ।

অনুষ্ঠানের একটি মুহূর্ত
ছবি: বন্ধুসভা

স্মৃতিচারণা করেন বন্ধুসভার শুরু থেকে ২৬ বছরের পথচলার বিভিন্ন বয়সের বন্ধুরা। উপদেষ্টা লায়লা পারভীন বলেন, ‘বন্ধুসভার সঙ্গে থেকে নিজেকে সৌভাগ্যবান মনে হয়। মনে হয়, এই সংগঠনে একঝাঁক প্রজাপতি উড়ে বেড়ায়। আর নিজেদের রূপ, রস, গন্ধ বিলিয়ে বেড়ায় সমাজের প্রতিটি স্তরে।’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান বলেন, ‘দীর্ঘ সময়ের এই পথচলায় বন্ধুসভার একটি অংশ হতে পেরে অন্য রকম ভালো লাগা কাজ করছে। মন থেকে দোয়া আর শুভকামনা সব সময় থাকবে। এগিয়ে যাক নোয়াখালী বন্ধুসভা এবং ছাড়িয়ে যাক বন্ধুদের সব ভালো কাজ।’

দীর্ঘ পথচলায় নোয়াখালী বন্ধুসভার সঙ্গে থাকার জন্য এ সময় মাহবুবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন বন্ধুরা।

দীর্ঘ পথচলায় নোয়াখালী বন্ধুসভার সঙ্গে থাকার জন্য প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান
ছবি: বন্ধুসভা

আরও বক্তব্য দেন উপদেষ্টা মাহফুজের রহমান। এরপর আবারও জমে ওঠে গান, গল্প, আড্ডা ও মজার মজার ধাঁধার উত্তরে। গান পরিবেশন করেন বন্ধু প্রণয় মজুমদার, স্বস্তিকা দাস, প্রান্ত, জেরিন ফাহমিদা, প্রণয় পাল, অনিক ভৌমিক, ফাহিম ও সিফাত।

স্মৃতিচারণা পর্বে গল্প শোনান নোয়াখালী বন্ধুসভার সাবেক ছয় সভাপতি। তাঁরা হলেন শামীমা আরজু, সুমন নূর, নিলয় মিলন, কামাল হোসেন, মহিউদ্দিন রাতুল ও মাহফুজ আহমেদ চৌধুরী।

প্রচার সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা