ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার নবীনবরণ

অনুষ্ঠান শেষে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

তরুণ সমাজের কাজ হলো শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ ও নৈতিকতাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা। মেধা, শ্রম, শিক্ষা ও রুচিবোধসম্পন্ন মানুষ হয়ে বিশ্বমানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করা। তরুণদের নিজেকে সমৃদ্ধ করার অন্যতম প্ল্যাটফর্ম প্রথম আলো বন্ধুসভা।

৩০ অক্টোবর ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইউনিভার্সিটির রেজাকুল হায়দার সেমিনার হলে এটি অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন এ বি এম ইমদাদুল হক খান, জনসংযোগ পরিচালক ও নকশীকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজেদ ফাতেমী, আইন বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার মাহমুদ, বন্ধুসভার কোঅর্ডিনেটর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রেহনুমা বিনতে মামুন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবু মোহাম্মদ আবদুল্লাহ এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পরিচালক ফরহাদ হোসেন।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন মেহেদি হাসান, বিশাল দেবনাথ, লুলয়া ইউসুফ, আফ্রিদি হাসান ও ফাহিম। কবিতা আবৃত্তি করেন মার্জিয়া সালেহীন ও খন্দকার মোস্তাক আহমেদ। নৃত্য পরিবেশন করেন কাজী রাইসুল, ফাতেমা আক্তার, ইমতিয়াজ আহমেদ, নারগিস আক্তার, রাফিয়া রহমান, সানজিদা খানম, শাহরিয়ার হোসেন, আফরোজা আক্তার, শামস যারীফ জয়িতা ও জাকিয়া হোসেন।

নবীনের আগমনে মুখরিত সেমিনার হল
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি মনসুরুল হক। নবীন বন্ধুদের মধ্যে বক্তব্য দেন হাবিবুর রহমান ও ডালিয়া সৈকত। সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার সহসভাপতি আমরিন নুজহাত ও সাধারণ সম্পাদক তারেক রহমান।

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা