একটি হেমন্তরাঙা সোনালি বিকেল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনমায়ায় অনুষ্ঠান শেষে স্মৃতির ফ্রেমে বন্ধুসভার বন্ধুরা
ছবি: অদিত আল নাফিউ

শরতের শেষে হেমন্ত মানেই ঘরে ঘরে নতুন ধানের ঘ্রাণ। সেই নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় স্বাদের সব পিঠা। ভোরবেলার ঘন কুয়াশা আর দুপুরের নীল আকাশে ভেসে থাকা সাদা মেঘের ভেলা, দুপুরে তীব্র গরম, আর সন্ধ্যা নামলেই শীতের আমেজ। উষ্ণ-শীতল বাতাসের মিশ্রণ।

এমন পরিবেশে গত ২৮ নভেম্বর ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনমায়ার সবুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘একটি সোনালি বিকেল-২০২৩’। প্রতিবছর শরতের শেষে হেমন্তকে বরণ করে নিতে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে ড্যাফোডিল বন্ধুসভা। ছিল মেহেদি উৎসব, পিঠা উৎসব, বই বিনিময় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নৃত্য পরিবেশনায় ইমতিয়াজ ওমর ও জাকিয়া আক্তার
ছবি: অদিত আল নাফিউ

সকাল নয়টায় উৎসবের সূচনা হয়। কিছুক্ষণের মধ্যেই বনমায়া প্রাঙ্গণজুড়ে সকালের শীতল বাতাসে পিঠার গন্ধ ছড়িয়ে পড়ে। বন্ধুরা হাজির নিজেদের হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে। পিঠার স্টল দিয়েছেন তাঁরা। মুহূর্তেই ক্রেতার ভিড় লেগে যায়। কয়েকজন বন্ধু আবার মেহেদির স্টল নিয়ে বসেন। যাঁরাই যাচ্ছেন, তাঁদের হাত রাঙিয়ে দিচ্ছেন তাঁরা। বেশ জমজমাট আবহ।

এরই মধ্যে সেখানে উপস্থিত হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান, ফ্যাকাল্টি অব বিজনেসের ডিন প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক অমিত চক্রবর্তী, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ফাহমি হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান আফতাব হোসেন, লাইব্রেরিয়ান মিলান খান, ড্যাফোডিল বন্ধুসভার কনভেনার আনোয়ার হাবিব কাজল, উপদেষ্টা মাহবুব পারভেজ, আহসান উল্লাহ সজীব প্রমুখ। তাঁরা একে একে পিঠা ও মেহেদির স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় কিছু পিঠা কিনে খেয়েও দেখেন।

হরেক রকমের পিঠা দেখে ড্যাফোডিল বন্ধুসভার কনভেনর আনোয়ার হাবিব কাজল বলেন, ‘ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় দাদি পিঠা বানাতেন, আর আমি চুলার পাশে বসে খেতাম। দিনগুলো সত্যিই সোনালি ছিল। তোমাদের এই উৎসব গ্রামবাংলার পিঠার যে ঐতিহ্য, সেটি তুলে ধরেছে। সত্যিই প্রশংসনীয়, দারুণ আয়োজন।’

স্টলগুলোতে ছিল ক্রেতার ভিড়
ছবি: অদিত আল নাফিউ

দুপুর দুইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে সাংস্কৃতিক পর্ব। নাচ, গান, কবিতা আবৃত্তি, রম্য বিতর্ক ও র‌্যাম্প প্রদর্শনী দিয়ে সাজানো হয় এই পর্ব। মুশফিক জামাল ও আনিকা মিমের সঞ্চালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন মাহমুদুল হাসান, নাফিসা নাওয়াল, ইমতিয়াজ ওমর ও জান্নাতুল মলি। কবিতা আবৃত্তি করেন তামান্না তাবাচ্ছুম, অনুকরণ রম্য করেন শোয়েব নূর ও তানজিলুল প্লানা। গান পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌস, শাহরিয়ার সাকিব, সামান রৌদ্র, ইসরাত নাজিফা, আবদুর রহমান। সাবিরা সুলতানার নির্দেশনায় র‌্যাম্প প্রদর্শনীতে অংশ নেন অভিক হাসান, জাকিয়া আক্তার, তানজিলুল প্লানা, ঈশিতা মণ্ডল, সোয়েব নূর ও ফাহিম শাহরিয়ার।

ড্যাফোডিল বন্ধুসভার অনুষ্ঠান মানেই বর্তমানদের সঙ্গে সাবেকদের মিলনমেলা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কর্মব্যস্ত দিনের সব ব্যস্ততা একপাশে রেখে বন্ধুত্বের টানে ছুটে আসেন অনেকেই। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ। তিনি ড্যাফোডিল বন্ধুসভার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

প্রচার সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা