সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব
ছবি: বন্ধুসভা

সাত বছর বয়সী আয়েশা খাতুন। সমাজের আর দশটি শিশুর মতো স্বাভাবিক জীবন পায়নি সে। বস্তি-ফুটপাতে তার বাল্যকাল কেটে যাচ্ছে। দিন যায়, মাস যায়, বছর যায়—কত উৎসব আসে, কিন্তু আয়েশার মতো সুবিধাবঞ্চিত শিশুরা এসবের স্পর্শ পায় না। দেশে শীতকাল চলছে। পিঠাপুলি খাওয়া থেকেও তারা বঞ্চিত।

১৩ জানুয়ারি সকালে সিলেট শহরের আইটি ল্যাব সলিউশনস মাঠে আয়েশা খাতুনসহ এমন আরও অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে পিঠা উৎসব করেছে সিলেট বন্ধুসভা। বন্ধুরা নিজেদের বাড়ি থেকে নানা রকম পিঠা তৈরি করে আনেন। শিশুদের সঙ্গে তাঁরা নিজেরাও আনন্দে মেতে ওঠেন।

আয়েশা বলে, ‘এই রকম পিঠা উৎসবে আগে কোনো দিন আসিনি। হরেক রকমের পিঠা খেতে পেরে অনেক খুশি আমি।’ আরেকজন বলে, ‘আমাদের জন্য এই ধরনের পিঠার আয়োজন করায় খুব ভালো লাগছে।’

উৎসব শেষে বন্ধুদের জন্য থাকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হন রেজাউল হক ও মাহমুদ চৌধুরী এবং রানারআপ হন অনিক পাল ও ফুয়াদ আহমেদ। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হন দৃষ্টি বর্মণ ও ফারহান হক এবং রানারআপ হন গায়ত্রী বর্মণ ও তমা সূত্রধর।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বন্ধু শাহ সিকান্দার শাকির, কায়সার আহমেদ, অন্তর শ্যাম, সমীর বৈষ্ণব, হিমাদ্রি শর্মা, দেব দুলাল, মিহরাব আহমদ, ফারিয়া খানম, হৈমন্তী দাস, আশরাফুল ইসলাম, মুহাইমীন চৌধুরী, তাশফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম, মাহমুদ চৌধুরী, ফয়সাল আহমেদ ও সাদাত কবির।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা