বিজয় উৎসব

বিজয়ের ৫১তম বর্ষপূর্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজন ‘বিজয় উৎসব ২০২২’
ছবি: বন্ধুসভা

মহান বিজয় দিবস বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। গতকাল শুক্রবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

সকাল সাড়ে ছয়টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বন্ধুরা। এরপর বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘বিজয় উৎসব ২০২২’ শীর্ষক শিরোনামে শুরু হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র–শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, ছাত্র–শিক্ষক কেন্দ্রের অতিরিক্ত পরিচালক অধ্যাপক জেবউননেছা, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক, প্রথম আলো জাবি প্রতিনিধি মাইদুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ।

আলমগীর কবির বলেন, বিজয়ের মাসে তরুণদের উজ্জীবিত করতে এবং দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজন বরাবরের মতোই প্রশংসনীয়। এ সময় অধ্যাপক জেবউননেছা স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন।

দেশাত্ববোধক গানের তালে বন্ধুদের নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভা সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রেখে তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

আলোচনা সভা শেষে বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণে বিজয়ের গান, স্বাধীনতার কবিতা, নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে মুক্তমঞ্চ।