পবিপ্রবি বন্ধুসভার ‘ওয়েব ডিজাইনিং বেসিকস’ কর্মশালা

কর্মশালা শেষে সার্টিফিকেট হাতে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

‘ওয়েব ডিজাইনিং বেসিকস’ শিরোনামে দিনব্যাপী একটি কর্মশালা করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ কর্মশালায় ওয়ার্ডপ্রেস ও ওয়েব ডিজাইনিংয়ের সব বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৩০ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। শেষে ছিল প্রশ্ন-উত্তর পর্ব। প্রশিক্ষক হিসেবে ছিলেন ওয়েব ডিজাইনার ও এসএমএম–বিশেষজ্ঞ আকিব জাভেদ।

কর্মশালায় ওয়ার্ডপ্রেস ও ওয়েব ডিজাইনিংয়ের সব বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পবিপ্রবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শাফিন রহমান। তিনি বলেন, ‘বন্ধুসভার সব সদস্য ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীকে ওয়েব ডিজাইনিংয়ে পারদর্শী করে তুলতেই আমাদের এই আয়োজন।’

সভাপতি, পবিপ্রবি বন্ধুসভা