‘এ ধরনের মেলা তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে। এ ছাড়া তরুণ উদ্যোক্তারা মেলায় নিজেদের তৈরি পণ্যের প্রচার করার সুযোগ পান। বর্তমান সরকারও বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ ৩ জুন ময়মনসিংহ মেলার উদ্বোধনের সময় কথাগুলো বলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক।
তরুণেরাই জাতির ভবিষ্যৎ। তাই তরুণ প্রজন্মকে নিজেদের প্রতি আস্থা তৈরি এবং ব্যবসায়িক উদ্যোগকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এই মেলার আয়োজন করে ময়মনসিংহ বন্ধুসভা। ‘উদ্যোগে উদ্যমী হই একসঙ্গে’ স্লোগানে ৩ ও ৪ জুন সিটি করপোরেশনের সহযোগিতায় ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মুক্তমঞ্চে দুই দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহবুল হোসেন ও প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজসহ বন্ধুসভার বন্ধুরা।
মেলায় মোট ৩১টি স্টল ছিল। মূলত নারী উদ্যোক্তারাই এগুলো বরাদ্দ নেন। স্টল সাজানো হয় হস্তশিল্প, কারুকার্য, হাতে বানানো পোশাক, শিশুদের পোশাক, মেয়ের বাহারি নকশার পোশাক, ছেলেদের হাতের কাজ করা পাঞ্জাবি, জামালপুরের নকশিকাঁথা, হোম মেইড ফুড, অলংকারসামগ্রী, অর্গানিক পণ্য, বিভিন্ন ধরনের দেশীয় পিঠা, ঘর সাজানোর বিভিন্ন পাটপণ্য, বই ও জেলার ঐতিহ্যবাহী খাবারসহ প্রায় ৩৩ ধরনের পণ্যের পসরা দিয়ে। এ ছাড়া স্টল দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা করে জন আমোস সেন্টার, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস, মবিলিটি বাংলাদেশ এবং ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো ডাহুক, আঙিনা, সমবায় সদাই, আঁখির রান্নাঘর, চড়ুইকুঠির, বুবু’স কিচেন, চৌধুরী ফ্যাশন অ্যান্ড হস্তশিল্প, স্বপ্ন নকশা, স্বপ্ন পাখি বুটিক অ্যান্ড একাডেমি, অন্যান্য, টুকিটাকি, আমরা পারি, আম্মুর দোকান, কাশবন, কাপড় লতা, রিসান’স, ক্রিয়েটিভা, তালুকদার এন্টারপ্রাইজ, গোধূলি, স্বপ্ন বুটিক, জাসিয়া’স মম কিচেন, জোবেদা ফ্যাশন গ্যালারি, মায়াবতীর গয়না, অথেনটিক ফ্যাশন বিডি, আড্ডা বুটিকস, মনফড়িং ও বণিক বুটিক হাউস।
বুবু’স কিচেনের উদ্যোক্তা সালমা ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা সন্তুষ্ট। মেলায় আমার ৯৫ ভাগ পণ্য বিক্রি হয়েছে। প্রথম আলো বন্ধুসভা ভবিষ্যতে উদ্যোক্তাদের জন্য আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করবে বলে আশা করব।’
প্রথম আলো বন্ধুসভা মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় উজ্জীবিত তরুণদের সংগঠন। সৃজনশীল মানুষ বিনির্মাণে বন্ধুসভা বরাবরই বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জন্য কাজ করে আসছে।
প্রথমবারের মতো উদ্যোক্তাদের নিয়ে এমন মেলার আয়োজন করতে পেরে বন্ধুরাও উচ্ছ্বসিত। ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা কামরান পারভেজ বলেন, ‘মেলাটি বন্ধুদের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিভাবান নারী উদ্যোক্তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।’
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা সাদিকুল ইসলাম ও সহসভাপতি খালিদ হাসান। অন্যান্য ব্যবস্থাপনায় ছিলেন সহসভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হামিদুল হক, বন্ধু জাহাঙ্গীর আলম, নাঈম হাসান, নূর নাহার, সাজিদ ইসলামসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা