আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা
‘জেইউ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২২’ শিরোনামে কাল ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে চাকরির মেলা বসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে মেলায় দেশের শীর্ষস্থানীয় ৩৫টি করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া বিভিন্ন সহযোগিতায় থাকছে আরও ৯টি প্রতিষ্ঠান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ জানান, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। মেলায় চাকরিপ্রত্যাশীরা সিভি সংশোধন করে কোম্পানির বুথে জমা দিতে পারবেন। পাশাপাশি কোম্পানির এক্সিকিউটিভ ও প্রতিনিধিদের কাছ থেকে যেকোনো তথ্য জানা যাবে। শূন্য পদ থাকা সাপেক্ষে যোগ্যতা অনুযায়ী তাৎক্ষণিক ভাইভা দিয়ে চাকরি পাওয়ার সুযোগও থাকছে।
অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে থাকছে বিকাশ, ইউনিলিভার, প্রাণ-আরএফএল, সারা, পার্টেক্স-স্টার, পিএফইসি গ্লোবাল, ক্রিয়েটিভ আইটি লার্নিং, গ্রামীণ ইউনিক্লো, একমি, ইফাদ গ্রুপের মতো করপোরেট জায়ান্টরা।
বিকেল তিনটা থেকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ক্যারিয়ার সামিট শুরু হবে। সেখানে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন আকিজ ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার সাইয়েদ আলমগীর ও বিকাশ লিমিটেডের জেনারেল ম্যানেজার আবু ইউসুফ মোহাম্মদ রাশেদুল আমিন।
চাকরি মেলার ইভেন্ট ডিরেক্টর তানজিম শাহরিয়ার বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও সারা দেশের তরুণেরা এ মেলায় চাকরির খোঁজ করতে পারবেন। ক্যারিয়ার সামিটের মাধ্যমে করপোরেট চাকরি জগতের নানা অজানা বিষয় সম্পর্কে জানা যাবে।
মেলায় ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে এক্সিলেন্স বাংলাদেশ, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো, ম্যাগাজিন পার্টনার চলতি ঘটনা, ফুড পার্টনার অল টাইম, বেভারেজ পার্টনার ফ্রুটো, স্ন্যাকস পার্টনার ইফাদ, রেডিও পার্টনার এবিসি রেডিও ৮৯.২ এফএম, ক্লাব পার্টনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, অনলাইন মিডিয়া পার্টনার জাগোনিউজ ২৪ এবং গুডিজ পার্টনার হিসেবে অংশ নিচ্ছে অক্টর।
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা