শনিবার ময়মনসিংহ বিভাগীয় বন্ধু উৎসব

বন্ধুসভার থিম সংগীতের সাথে নাচের প্রস্তুতি
ছবি: রাফিয়া ইসলাম

১০ সেপ্টেম্বর শনিবার ময়মনসিংহ বিভাগীয় বন্ধু উৎসব ২০২২ আয়োজন করছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। ময়মনসিংহ বন্ধুসভার সহযোগিতায় শহরের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবে ময়মনসিংহ, জামালপুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, সরিষাবাড়ী, শেরপুর, নালিতাবাড়ী ও ঈশ্বরগঞ্জ, ঢাকা মহানগর ও জাতীয় পরিচালনা পর্ষদের প্রায় ৩০০ বন্ধু অংশগ্রহণ করবেন। বেলুন উড়িয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধন হবে এবং সন্ধ্যা সাতটায় শেষ হবে। দিনব্যাপী এই আয়োজনে অতিথিদের আলোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, বিশেষ সম্মাননা, বন্ধু আড্ডা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন থাকবে।

উৎসবের ভেন্যু
ছবি: বন্ধুসভা

আয়োজনে আমন্ত্রিত অতিথি থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর; সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ; প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম; কোডারসট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গণি ওসমানি; প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস জাভেদ সুলতান পিয়াস; অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনিসহ অন্যরা।

উৎসব নিয়ে জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, ‘এবার আমরা আটটি বিভাগেই বন্ধু উৎসব করব। ঢাকা বিভাগে ইতিমধ্যেই পাঁচ শতাধিক বন্ধু নিয়ে আমরা উৎসব আয়োজন করেছি। দ্বিতীয় ধাপে ময়মনসিংহে বিভাগীয় বন্ধু উৎসব হচ্ছে। আগামী দিনে ধারাবাহিকভাবে অন্য বিভাগগুলোতেও এই উৎসব অনুষ্ঠিত হবে। আশা করি, এর মধ্য দিয়ে সারা দেশের বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের যেমন যোগাযোগ নিবিড় হবে, তেমনি বিভাগীয় বন্ধুদের মধ্যেও আন্তসম্পর্ক বৃদ্ধি পাবে। করোনাকাল পেরিয়ে সারা দেশে বিভিন্ন ভালো কাজে বন্ধুদের আত্মনিবেদনে উৎসাহ দিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। আশা করি, ময়মনসিংহ বিভাগের বন্ধুরা এই উৎসবের মধ্য দিয়ে নতুনভাবে উজ্জীবিত হবেন এবং আরও বেশি ভালো কাজে উদ্বুদ্ধ হবেন।’

জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, বন্ধু উৎসব মানে বন্ধুদের মিলনমেলা। যেখানে বন্ধুরা একে অপরের সঙ্গে তাঁদের নিজস্ব মত, চিন্তা ও জ্ঞান ভাগাভাগি করার মাধ্যমে নতুন পৃথিবীর জন্য নিজেকে দক্ষ করে তোলেন। বন্ধুসভা বন্ধু উৎসবের মাধ্যমে এ কাজই করছে।

আয়োজনে সহযোগিতা করছে সিটি ব্যাংক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ। এ ছাড়া প্রশিক্ষণ সহযোগী কোডারসট্রাস্ট, বিনোদন সহযোগী অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি এবং স্ন্যাকস সহযোগী হিসেবে থাকছে ড্যানিশ।