বাংলাকে বৈশ্বিক রূপ দিতে এ ভাষার সাহিত্য ব্যাপকভাবে অন্যান্য ভাষায় অনুবাদ করা দরকার বলে মনে করেন নন্দিত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ জন্য বাংলা একাডেমির পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গত ৩০ অক্টোবর গ্রিন ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজিত জয়যাত্রা ও সাংস্কৃতিক দুপুরে অংশ নিয়ে বক্তৃতায় এসব কথা বলেন স্বাধীনতা পদকজয়ী লেখিকা সেলিনা হোসেন। তিনি বলেন, ‘আমরা শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। কিন্তু যদি বাংলা ভাষায় লেখা গল্প–উপন্যাস অন্যান্য ভাষায় অনুবাদ করা না হয়, তাহলে এ সম্পর্কে বিশ্বের অন্য ভাষাভাষী মানুষ জানতে পারবে না। বিভিন্ন দেশের মানুষের জানার জন্য অনুবাদ প্রয়োজন। অনুবাদ না হলে বাংলা ভাষা কেবল একটা দিবসেই আটকে থাকবে।’
তরুণদের দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানিয়ে সেলিনা হোসেন বলেন, তোমাদের পাশের মানুষ যদি খারাপ থাকে, দরিদ্র হয়, তাহলে তাকে সাহায্য করার মধ্য দিয়ে ভালো থাকলেই জীবন স্বার্থক হবে। আমাদের মানবিক বোধকে অন্যের মধে৵ সঞ্চারিত করতে হবে। তাহলেই আজকের এ আয়োজন মহান হবে।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রিন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ভাষা দক্ষতা আমাদেরকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। কিন্তু আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষাটা বুঝে বা না বুঝে জগাখিচুড়ি করে ফেলছি, বাংলার মধ্যে শুধু ইংরেজি মিশিয়ে দিচ্ছি। এতে ভাষার মর্যাদা খর্ব হচ্ছে। আমাদের উচিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা।’
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি নিয়ে দুই বন্ধুর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের ফুল, উত্তরীয় ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্বে আরও বক্তব্য দেন গ্রিন বিজনেস স্কুলের ডিস্টিংগুইশড প্রফেসর মো. গোলাম সামদানী ফকির, গ্রিন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম ওয়াজেদ কবির, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. শহীদুল্লাহ, ফ্যাকাল্টি অব ল’র ডিন অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব, জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন অলিউর রহমান, প্রক্টর মো. মেহেদী হাসান, ক্লাব মডারেটর সরোজ মেহেদী প্রমুখ।
আলোচনা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুসভার বন্ধুদের নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আহ্বায়ক, গ্রিন ইউনিভার্সিটি বন্ধুসভা