ঠাকুরগাঁও বন্ধুসভায় নক্ষত্রের মেলা

অনুষ্ঠানে উপস্থিত বন্ধু ও অতিথিরা
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার বন্ধুরা কেবল সামাজিক কার্যক্রমেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি। নিজ নিজ কর্মক্ষেত্র ও পেশায় একেকজন প্রতিভার ছাপ রাখছেন। ঠাকুরগাঁও বন্ধুসভায়ও রয়েছেন এমন দারুণ সব বন্ধু। যাঁরা সাহিত্য, শিক্ষা, স্কাউটিং, ক্রীড়া, সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তাঁদের নিয়ে গত ২৯ জুলাই ‘নক্ষত্রের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা।

কৃতি বন্ধুদের হাতে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে
ছবি: বন্ধুসভা

জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকেল পাঁচটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরই কৃতি ১০ জন সদস্য ও ৩ জন উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।

সম্মাননা স্মারক নিচ্ছেন এক কৃতি বন্ধু
ছবি: বন্ধুসভা

সাহিত্য ক্যাটাগরিতে ‘বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নারী ও শিশুবিষয়ক বিতর্কে’ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন ঠাকুরগাঁও বন্ধুসভার সাবেক সাংগঠনিক সম্পাদক আনিকা আনজুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা নুসরাত ও প্রশিক্ষণ সম্পাদক সাহিমা মুত্তাকিয়া। শিক্ষা ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮, ২০১৯, ২০২২-এ তিনবার রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন সহসভাপতি আলমগীর ইসলাম। সংগীত ক্যাটাগরিতে জাতীয় শিক্ষা সপ্তাহে ‘সংগীত’ শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং আরটিভি আয়োজিত ড্যানিশ ইয়াং স্টারে দেশসেরা ১৩ নির্বাচিত হন সাংস্কৃতিক সম্পাদক নম্রতা বর্মন। ক্রীড়া ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন জাতীয় নারী রাগবি দলের খেলোয়াড় ও ঠাকুরগাঁও বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক রুবিনা আক্তার।

কৃতি বন্ধুদের হাতে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে
ছবি: বন্ধুসভা

স্কাউটিং ক্যাটাগরিতে বাংলাদেশ স্কাউটসের এক্সটেনশন বিভাগ আয়োজিত ‘মুজিব বর্ষ ট্যালেন্ট হান্টে’ টি-শার্ট ডিজাইনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯ প্রাপ্ত সোহরাব হোসেন। তিনি ঠাকুরগাঁও বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক। সহসাংগঠনিক সম্পাদক আবুল আখেরকেও একই সম্মাননা দেওয়া হয়েছে। তিনি স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ (পিএস) অর্জন করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর আবু বক্কর সিদ্দিক। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক নির্বাচিত হন উপদেষ্টা সালেহা খাতুন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুলশিক্ষক হয়েছেন সহসভাপতি ফরহাদুল ইসলাম। এ ছাড়া ঠাকুরগাঁও বন্ধুসভায় বিশেষ অবদানের জন্য উপদেষ্টা নাসরিন জাহান ও সভাপতি আনিছুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তব্য দিচ্ছেন আমন্ত্রিত অতিথি
ছবি: বন্ধুসভা

উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল জলিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক সৌমিত্র রায়, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব.) নাসরিন জাহান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহমুদ হাসান, আর কে স্টেট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফেরদৌস আরা, ঠাকুরগাঁওয়ের নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ প্রমুখ।

অতিথিদের বক্তব্য শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই বন্ধুসভার থিম সংগীত পরিবেশন করেন নম্রতা বর্মন ও তাঁর দল। ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আনিছুর রহমান বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের কাজে উদ্যমী এবং নিজেদের প্রতিভা বিকাশে আগ্রহী করতে আমাদের এই আয়োজন।’

সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা