গান, কবিতা আর নাচের তালে বর্ষার কথকতা

বর্ষার কথকতা অনুষ্ঠান শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ষড়্‌ঋতুর আবর্তে বাংলার প্রকৃতিতে এসেছে বর্ষা। বর্ষার কথকতায় নানা আয়োজনে ঋতুটিকে বরণ করে নিল রংপুর বন্ধুসভা। ২৩ জুলাই বিকেলে প্রথম আলোর রংপুর অফিসে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

বৃষ্টির গান, কবিতা আর তালের মাধ্যমে বর্ষাবন্দনা করেন বন্ধুসভার বন্ধুরা। তাঁদের শৈশবের স্মৃতিতে ফুটে ওঠে বর্ষার চাঞ্চল্য। মানকচুর পাতা মাথায় দিয়ে স্কুলে যাওয়া বা বর্ষার পানিতে কলাগাছের তৈরি ভেলা ভাসানো—সবই যেন সোনালি অতীত। তবে বর্ষার সেই আমেজ যেন প্রকৃতিতে এখন আর পাওয়া যায় না, এ নিয়ে আক্ষেপ ছিল সবার কণ্ঠে।

উৎসবের সঙ্গে মিশে যেতে আকাশি-নীল রঙের শাড়ি আর খোঁপায় বেলি ফুল গুঁজে সেজেছেন মেয়েরা। ছেলেদের পোশাকেও ছিল ভরা বর্ষার সৌন্দর্য—নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা। শিল্পীদের প্রতিটা কথায় প্রস্ফুটিত হয় বর্ষার অঝোর ধারা, যেন প্রাণের সঞ্চার করে ধরণীর বুকে।

এ সময় বর্ষার গান শোনান প্রখ্যাত শিল্পী রণজিৎ রায়, মেরিল প্রথম আলো পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রাবেয়া আক্তার মনিসহ বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুরা। বর্ষার কথকতায় মুখর রাখেন সদ্য পরিবেশক পদকে ভূষিত ওয়াদুদুর রহমান তুহিন ও প্রথম আলোর রংপুর প্রতিনিধি আরিফুল হক।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা