হিজড়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে বসন্তবরণ ও পিঠা উৎসব

হিজড়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে বসন্তবরণ ও পিঠা উৎসব
ছবি: বন্ধুসভা

বাংলাদেশে সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে হিজড়া সম্প্রদায়ের মানুষেরা অন্যতম। বিভিন্ন উৎসবে-পার্বণে তাদের কথা কেউ তেমন একটা ভাবে না। তবে ধীরে ধীরে সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। পাবনা বন্ধুসভার বন্ধুরা এ পরিবর্তনের সারথি হতে এবার হিজড়াদের নিয়ে বসন্তবরণ ও পিঠা উৎসব করেছে।

২৫ ফেব্রুয়ারি বিকেলে প্রথম আলোর পাবনা অফিসে এটি অনুষ্ঠিত হয়। এ সময় পাবনা জেলা হিজড়া পরিষদের চেয়ারম্যান ঋতু খাতুন বলেন, ‘আমাদের সাধারণত কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। এমন একটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোয় পাবনা বন্ধুসভাকে ধন্যবাদ জানাই।’

উৎসবে উপস্থিত বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

উৎসবে বন্ধুরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশন করেন। এতে হিজড়া সম্প্রদায়ের মানুষেরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শামসুন্নাহার বন্যা, প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ, পাবনা বন্ধুসভার সভাপতি গোলাম হাসনায়েন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক স্বরণী বর্ষা, প্রচার সম্পাদক সেজানুর রহমানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পাবনা বন্ধুসভা