বিতর্ক দক্ষতা উন্নয়ন কর্মশালা

কক্সবাজার বন্ধুসভার বিতর্ক দক্ষতা উন্নয়ন কর্মশালাছবি: সংগৃহীত

তর্ক সবাই করি, কিন্তু বিতর্ক করতে পারি না। কারণ, বিতর্ক করতে যোগ্যতা ও জ্ঞান লাগে। বন্ধুদের বিতর্কে দক্ষ করে তুলতে ২৩ আগস্ট কক্সবাজার বন্ধুসভার উদ্যোগে বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘বিতর্ক দক্ষতা উন্নয়ন কর্মশালা’ শিরোনামে ভার্চ্যুয়াল এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি ও বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক। কর্মশালায় অর্ধশত বন্ধু অংশ নেন।

প্রচলিত সনাতনী ও সংসদীয় দুই ধরনের বিতর্কের ওপর জাফর সাদিক বন্ধুদের প্রশিক্ষণ দেন। এ ছাড়া প্রচলিত অনেক বিতর্কের বেসিক ধারণা প্রদান করেন তিনি। বিতর্কে শুদ্ধ উচ্চারণ, তথ্য–উপাত্ত সাজানো, তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেওয়া এবং বিপক্ষ দলের সদস্যদের ঘায়েল করার বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কেও ধারণা দেন।

সভাপতি, কক্সবাজার বন্ধুসভা