নবীন বন্ধুদের বরণ করে নিল ড্যাফোডিল বন্ধুসভা
নবীনরা হলো সংগঠনের প্রাণ। তাঁদের কর্মতৎপরতায় সংগঠন আরও গতিশীল হয়ে ওঠে। তাই তো নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বন্ধুদের বরণ করে নেয় ড্যাফোডিল বন্ধুসভা। এ উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রথম আলো বন্ধুসভা ‘বন্ধুবরণ–২০২৪’ শিরোনামে আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বেলা আড়াইটায় শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমেই নবীন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য দেন ড্যাফোডিল বন্ধুসভার আহ্বায়ক আনোয়ার হাবিব কাজল, উপদেষ্টা মাহবুব পারভেজ, মিলান খান, আহসানউল্লাহ সজীব, বিনয় বর্মণ, ফুয়াদ হোসেন সরকার, আফতাব হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর শেখ মোহাম্মদ আল্লাইয়ার, ডেপুটি রেজিস্ট্রার ইশাক মিয়াজি, ডেপুটি ডিরেক্টর অব অ্যাকাউন্টস রাসেল প্রধান ও ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের সম্পূর্ণ টিম।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ডিএসএ অমিত চক্রবর্তী ছোটন নবীনদের স্বাগত জানান ও গান পরিবেশন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার পুরোনো বন্ধু এহসানুল ফেরদৌস, সিরাজউদ্দোলা লাবু, হাবিবুর রহমান, রিয়ান আহাম্মেদসহ আরও অনেকে।
বিকেল চারটায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এই পর্বে নবীন বন্ধুরা অংশগ্রহণ করেন। গান ও নাচ পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে উৎসবমুখর এক পরিবেশ তৈরি হয়। এই পর্ব পরিচালনা করেন কার্যনির্বাহী সদস্য মুসাভভির সাকির, বন্ধু সামিহা রহমান ও ইয়াসমিন সিনথিয়া।
পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, সহসভাপতি আদিবা জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক নাবিল মাহমুদ, প্রচার সম্পাদক আবদুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ঈশিতা মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া লিমা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনিক ভূষণ সাহা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অদিত আল নাফিউ, বইমেলা সম্পাদক রাকিবুল হক, ম্যাগাজিন সম্পাদক সালমান ফারসি, কার্যনির্বাহী সদস্য মুশফিক জামাল, বন্ধু সাদমান হোসেন, রাইয়ান শিকদার, সাকিব শিকদার, আতিকুর রহমান, তানহা তাসনিম, মানিহা হিমু, ইশরাত হিমাসহ অন্য বন্ধুরা।
কার্যনির্বাহী সদস্য, ড্যাফোডিল বন্ধুসভা