বন্ধুদের পুনর্মিলনী উৎসব ‘এসো মিলি প্রাণের টানে’

উৎসব শেষে বন্ধুরা
ছবি: অদিত আল নাফিউ ও নাজমুল হাসান

বন্ধুত্বে সাবেক বা প্রাক্তন বলে কিছু নেই। বন্ধু কখনো পুরোনো হয় না। পুরোনো হয়ে যায় বন্ধুত্বে পার করা কিছু স্মৃতি! আর অমলিন থেকে যায় অসাধারণ সব মুহূর্ত। মলিন হয় শুধু আমাদের সময়গুলো। ব্যস্ত হয়ে যাই নিয়মমাফিক জীবন রুটিনে। হারিয়ে যায় সে দিনগুলোর বন্ধু আড্ডা।

ব্রাজিল সমর্থক দল এবং আর্জেন্টিনা সমর্থক দলের খেলোয়াড়েরা
ছবি: অদিত আল নাফিউ ও নাজমুল হাসান

সেই আড্ডাকে পুনরায় জীবিত করতে ৮ সেপ্টেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনমায়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ‘এসো মিলি প্রাণের টানে’ শিরোনামে পুনর্মিলনী উৎসব। ড্যাফোডিল বন্ধুসভা আয়োজিত সাবেক ও বর্তমান বন্ধুদের এই উৎসবমুখর মিলনমেলায় ছিল প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি পর্ব।

নৃত্য পরিবেশনা
ছবি: অদিত আল নাফিউ ও নাজমুল হাসান

বেলা ১১টায় অনুষ্ঠিত হয় ব্রাজিল সমর্থক দল এবং আর্জেন্টিনা সমর্থক দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। আর্জেন্টিনা সমর্থক দল ২-০ গোলে জয় লাভ করে। এরপর নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বিকেল চারটায় তামান্না তাবাচ্ছুম ও মুসাব্বির আলমের উপস্থাপনায় নাচ, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন পারোমিতা পারো, সাদিয়া রিয়া, সজীব আরিফিন, ফাহিম শাহরিয়ার, গাজী শাহরিয়ার, রিদওয়ান রহমান, মানিহা আক্তারসহ আরও অনেকে। সাংস্কৃতিক পর্ব শেষে টান টান উত্তেজনার মাধ্যমে অনুষ্ঠিত হয় র‌্যাফল ড্র।

কবিতা আবৃত্তি
ছবি: অদিত আল নাফিউ ও নাজমুল হাসান

উৎসবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা আহসান উল্লাহ, ডিরেক্টর অব স্টুডেন্টস অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক অমিত চক্রবর্তী, ফাহমি হাসান, চন্দন হায়দার, অ্যাকাউন্টস অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা রাসেল ও অন্য অতিথিরা।

প্রচার সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা