সংকোচ নয়, কথা বলুন কিশোর-কিশোরীদের সঙ্গে

ইউএসএআইডির সুখী জীবন প্রকল্প ও প্রথম আলোর আয়োজনে ‘কৈশোর ও যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা’ শীর্ষক কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীরা। ২৬ আগস্ট ২০২৩ শুক্রবার চট্টগ্রামের একটি হোটেলের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

গত ২৬ আগস্ট ২০২৩ শনিবার চট্টগ্রামের একটি হোটেলের মিলনায়তনে ‘কৈশোর ও যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা’ শিরোনামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি ‘সুখী জীবন’ প্রকল্পের অধীনে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল ও প্রথম আলো যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের যোগাযোগ ব্যবস্থাপক রিদওয়ান মশরুর বলেন, এখানে প্রজনন স্বাস্থ্যসেবা সব সময় উপেক্ষিত থেকেছে
ছবি: প্রথম আলো

পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের যোগাযোগ ব্যবস্থাপক রিদওয়ান মশরুর বলেন, এখানে প্রজনন স্বাস্থ্যসেবা সব সময় উপেক্ষিত থেকেছে। একটি ১৩-১৪ বছর বয়সী ছেলে-মেয়ে কোনো কারণে শারীরিক সংক্রমণের শিকার হলে তা সহজে দূর হয় না। এখন এ ব্যাপারে যে চিকিৎসা নেওয়ার কথা, তা বাবা-মাকে বলতে পারে না। ভাই-বোনদের বলা হয়ে ওঠে না। বন্ধুদের বললে, অনেক সময় ভুল তথ্য পায়। তাই এই সমস্যার গভীরে গিয়ে কারণ খুঁজে বের করতে হবে।

কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন পাথফাইন্ডারের অ্যাডলসেন্ট ও ইয়ুথ কো-অর্ডিনেটর মো. আনোয়ারুল ইসলাম
ছবি: প্রথম আলো

কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন পাথফাইন্ডারের অ্যাডলসেন্ট ও ইয়ুথ কো-অর্ডিনেটর মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে জানার কোনো বিকল্প নেই। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে জানতে হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংগঠন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা ও প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।