চট্টগ্রাম বন্ধুসভার আলোকিত সন্ধ্যা

সাংস্কৃতিক পরিবেশনায় চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘কাজে ও মননে চট্টগ্রাম বন্ধুসভা বরাবরের মতো তাদের নিজস্ব স্বকীয়তাকে প্রকাশ করে থাকে। নতুনদের হাত ধরে অব্যাহত থাকুক এই নিজস্বতা।’ ২২ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে চট্টগ্রাম বন্ধুসভার আলোকিত সন্ধ্যায় অভিষেক ও বিদায় অনুষ্ঠানে শুভকামনা জানিয়ে এ কথা বলেন উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস।

এদিন বিকেল সাড়ে চারটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছিল বন্ধুদের দলীয় সংগীত পরিবেশনা। এরপর বক্তব্য দেন দুজন উপদেষ্টা। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্ধুসভার ২০২৩ সালের কার্যকরী কমিটিকে বিদায় ও ২০২৪ সালের কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।

উপস্থিত দর্শকদের একাংশ
ছবি: বন্ধুসভা

২০২১ কমিটির সভাপতি ও বর্তমান উপদেষ্টা তাহমিনা সানজিদা করোনাকালীন দুঃসময়ে নানা ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে বন্ধুদের মানসিক স্বাস্থ্য ও মনোবল দৃঢ় রাখার পেছনে চট্টগ্রাম বন্ধুসভার কাজগুলোকে উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। এরপর ২০২১ কার্যকরী কমিটির সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

‘প্রেমের জোয়ারে ভাসাব’ গানের মধ্য দিয়ে সবাইকে প্রেমের সাগরে ভাসিয়ে দিতে মঞ্চে হাজির হন চট্টগ্রাম বন্ধুসভার ছোট্ট বন্ধু নির্বাচিতা ভৌমিক। ২০২২ কার্যকরী কমিটিকে বিদায় জানানোর পর চট্টগ্রাম বন্ধুসভার আরেক উপদেষ্টা জাকিয়া কবির বলেন, পেশাগত জীবনে ব্যস্ততার মধ্যে বন্ধুসভাকে নিজের মধ্যে ধারণ করেন তিনি।

চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দলীয় সংগীত নিয়ে এরপরই মঞ্চে হাজির হন ইসরাত জাহান, জয়শ্রী মজুমদার, বহ্নি শিখা, পৃথ্বীরাজ বড়ুয়া, ফাতেমা তুজ জোহরা, অর্পিতা দেবী, অঙ্কিতা আচার্য্য, তিথি তালুকদার, শ্রাবণী দাশ। নজরুল সংগীত ‘দাঁড়ালে দুয়ারে’ এককভাবে পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন স্বস্তিকা দাশ।

উপদেষ্টা ফাহিম উদ্দিন বন্ধুসভায় সব বয়সী বন্ধুদের একসঙ্গে কাজ করার ও কর্মক্ষেত্রে এর ভূমিকা নিয়ে কথা বলেন। এরপর দ্বৈত নৃত্য নিয়ে মঞ্চে হাজির হন প্রান্তিকা ভৌমিক ও পূর্ণা চৌধুরী। সবশেষে সভাপতি মিনহাজ হোসাইন সংক্ষেপে পুরো বছরের কার্যবিবরণী তুলে ধরেন।

যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা