কুমিল্লা বন্ধুসভার লেখালেখি কর্মশালা

কর্মশালা শেষে প্রশিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণার্থীরা
ছবি: বন্ধুসভা

নতুন প্রজন্মের মাঝে গল্প, কবিতা, উপন্যাস ও সংবাদ লেখার কৌশল তুলে ধরতে লেখালেখি কর্মশালা আয়োজন করেছে কুমিল্লা বন্ধুসভা। ১০ সেপ্টেম্বর শনিবার শহরের কুমিল্লা আইডিয়াল কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মোট ২৫ প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও লেখক নার্গিস আক্তার এবং প্রথম আলো নিজস্ব প্রতিবেদক গাজীউল হক।

কর্মশালায় মনোযোগী প্রশিক্ষণার্থীরা
ছবি: বন্ধুসভা

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বন্ধুসভার সাবেক সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বর্তমান সভাপতি মাহমুদা আক্তার, বন্ধু সামসুজ্জোহা, প্রশান্ত, ফারিহা, ফাহিমা, তাসনিম, আরিফ, জ্যোতি, সানজিদাসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা