বঙ্গবন্ধু নিয়ে কুইজ প্রতিযোগিতা
জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব, শেখ সাহেব ও বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র তিনি। যার কৃতিত্বস্বরূপ তিনি হয়ে উঠেন বাঙালির তথা বাংলাদেশের জাতির পিতা।
স্বাধীনতা–পরবর্তী সময়ে দেশ গঠনে ব্যস্ত হয়ে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন তিনি। তাই আগস্ট আমাদের বারবার মনে করিয়ে দেয় সেই দুর্বিষহ রাতের কথা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনা নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সিলেট বন্ধুসভা। কুইজে ২০টি প্রশ্ন ছিল। এগুলো ১৫ মিনিটের মধ্যে উত্তর দেওয়ার সুযোগ পান প্রতিযোগীরা।
কুইজ পরিচালনা করেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক দৃষ্টি বর্মণ ও জেন্ডার সমতা সম্পাদক সাবাহ্ সুন্নাহ। বিজয়ী হয়েছেন ফারহানা হক। আরও উপস্থিত ছিলেন ম্যাগাজিনবিষয়ক সম্পাদক গায়ত্রী বর্মণ, অনুষ্ঠান সম্পাদক ফারিয়া খানম, অর্থ সম্পাদক সমীর বৈষ্ণব, মোহাইমিনুল ইসলামসহ প্রমুখ।
পাঠচক্র ও পাঠাগার সম্পাদক, সিলেট বন্ধুসভা