তরুণেরা মরতে আসে না, তরুণেরা গড়তে আসে

বক্তব্য দিচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন
ছবি: বন্ধুসভা

মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা’। ১২ সেপ্টেম্বর ইউনিভার্সিটির মুট কোর্ট কক্ষে সকাল ১০টায় শুরু হয় এই কর্মশালা, চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

ইউনিমেড ইউনিহেলথের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় এবং বন্ধুসভার আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য সহিদ আকতার হুসাইন। তিনি বলেন, যাঁরা হাসতে জানেন, তাঁরা মানসিক রোগী হতে পারেন না। সফলতা আসবেই। এ জন্য অপেক্ষা করতে হবে। যেকোনো চরম সিদ্ধান্ত নেওয়ার আগে বন্ধুদের সঙ্গে কথা বললে নিশ্চয়ই তার সমাধান পাওয়া যাবে। এ সময় তিনি জানান, ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিয়োগপ্রাপ্ত সাইকোসোশ্যাল কাউন্সেলর রয়েছেন। শিক্ষার্থীরা সেখান থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারছেন।

কর্মশালায় আমন্ত্রিত অতিথি, আলোচক ও অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

মানসিক স্বাস্থ্য, মনের যত্ন নিয়ে আলোচনা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক রেদওয়ানা হোসেন। মাদক ও ইন্টারনেট–আসক্তি থেকে বেঁচে থাকা বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ রাহেনুল ইসলাম এবং সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালটেন্ট মাহমুদা মুহসিনা বুশরা।

কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় বিভিন্ন প্রসঙ্গে নিজেদের ভাবনা ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইফতেখার মাহমুদ, সহকারী অধ্যাপক আবু মো. আবদুল্লাহ এবং সাইকোসোশ্যাল কাউন্সেলর সাওদা সেলিম মিমু।

উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এ বি এম ইমদাদুল হক খান, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক জাফর সাদিক। জাফর সাদিক বলেন, তরুণেরা মরতে আসেন না, তরুণেরা গড়তে আসেন।

বক্তব্য দিচ্ছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়
ছবি: বন্ধুসভা

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা জান্নাতুল বাকের নন্দন, তথ্য ও যোগাযোগ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা সোলায়মান কবীর, উপদেষ্টা মাহবুব পারভেজ, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের উপবিপণন ব্যবস্থাপক মো. রাকিবুল আলম খান, ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার কাজী ফারহানা ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি মনসুরুল হক রাশেদ, সাধারণ সম্পাদক তারেক রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রশিক্ষণার্থীরা।

কর্মশালার শুরুতেই ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার সহসভাপতি আমরিন নুজহাত মুমু আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার উপদেষ্টা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রেহনুমা বিনতে মামুন।

তথ্য ও যোগাযোগ সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ