একক অভিনয়ে দেশসেরা হলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার মৌন লাকী

নারায়ণগঞ্জ বন্ধুসভার কার্যালয়ে মাসিক সভায় মৌন লাকীকে ফুলেল শুভেচ্ছা জানান বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী প্রতিভা অন্বেষণে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধু মৌন লাকী। এ সাফল্য অর্জনে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ১১ আগস্ট শুক্রবার নগরীর কালিবাজারস্থ নারায়ণগঞ্জ বন্ধুসভার কার্যালয়ে মাসিক সভায় মৌন লাকীকে ফুলেল শুভেচ্ছা জানান।

গত ৩১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি ও মাইম ফেস নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা উজ্জ্বল উচ্ছ্বাসের রচনা ও নির্দেশনায় নির্মিত ‘ভিজ্যুয়াল লাইফ’ শীর্ষক গল্পে একক অভিনয় করেন লাকী। সেই পরিবেশনায়  ডিজিটাল প্রযুক্তির ভিড়ে পরিবারের সদস্যদের ব্যস্ততায় প্রবীণ সদস্যদের একাকিত্ব ও অসহায়ত্বকে তুলে ধরা হয়।

প্রথম স্থান অর্জনের প্রতিক্রিয়ায় মৌন লাকী বলেন, ‘সাংস্কৃতিক কার্যক্রম আমার খুব ভালো লাগে। অভিনয়ের পাশাপাশি আমি আবৃত্তি, নাচ করতে পছন্দ করি। প্রথমে শখের বসে ২০১৭ সালে মঞ্চে অভিনয় করি। এর পর থেকে অভিনয়ের প্রতি আরও গুরুত্ব দেওয়া শুরু করি। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে মূকাভিনয় নিয়ে কাজ করত চাই।

মৌন লাকীর সফলতায় শুভেচ্ছা জানিয়ে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের উপদেষ্টা মজিবুল হক পলাশ বলেন, ‘বন্ধুসভার বন্ধু মৌন লাকী একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ায় আমরা গর্বিত। তাঁর এই অর্জন বন্ধুসভার অন্য বন্ধুদের উৎসাহিত করবে ও অনুপ্রেরণা জোগাবে।’

মৌন লাকীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভা সভাপতি মনিকা আক্তার, সাবেক সভাপতি আফরিন সুলতানা জেমী, উজ্জ্বল উচ্ছ্বাস, সহসভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, জহিরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ডা. গাজী খায়রুজ্জামান, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমরান নাজির, সাবেক ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন শান্তসহ আরও অনেকে।

বর্তমানে মৌন লাকী নারায়ণগঞ্জ বন্ধুসভার অর্থ সম্পাদকের পাশাপাশি মাইম ফেস নারায়ণগঞ্জের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়মিত কাজ করছেন।