কুয়াশাস্নাত ভোরে বন্ধুদের হিম উৎসব

জেলার হর্টিকালচার সেন্টারের লিচুবাগানে মাঘের শীত উপভোগ করতে হিম উৎসবের আয়োজন করে জামালপুর বন্ধুসভাছবি: বন্ধুসভা

বাংলায় একটি প্রবাদ আছে, ‘মাঘের শীতে বাঘও কাঁপে’। কথাটির যথার্থতা এবারের হিমশীতলতাই প্রমাণ করে দিচ্ছে। আশপাশে বাঘ না থাকলেও ১৯ জানুয়ারি কুয়াশাচ্ছন্ন ভোরে জেলার হর্টিকালচার সেন্টারের লিচুবাগানে মাঘের শীত উপভোগ করেছেন জামালপুর বন্ধুসভার বন্ধুরা।

কুয়াশাস্নাত শীতকে বরণ করে নিতে ৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ জামালপুর বন্ধুসভা আয়োজন করে ‘হিম উৎসব-২০২৪’। শুরুতেই ভাপা, চিতই, বিস্কুট পিঠা, ফুল পিঠা, মুঠা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটাসহ বাহারি সব মুখরোচক পিঠার স্বাদ নেন বন্ধু ও উপদেষ্টারা। এসব পিঠা নিজেদের হাতে তৈরি করে আনেন মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আশরাফুন্নাহার স্নিগ্ধা, জান্নাতুল নাঈম, সোমাইয়া সরকারসহ অন্য বন্ধুরা।

সকালে মুখরোচক পিঠার স্বাদ নেন বন্ধু ও উপদেষ্টারা
ছবি: বন্ধুসভা

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুভূতি প্রকাশ করে উপদেষ্টা মনোয়ার হোসেন মুরাদ বলেন, ‘প্রথম আলো আমাদের মতো সাধারণ পাঠকদের কাছে দর্পণস্বরূপ। যেখানে আমরা সত্যকে ছবি হিসেবে খুঁজে পাই। আর বন্ধুসভা হচ্ছে একঝাঁক তরুণের সমাবেশ; যাঁরা মানবতার জন্য সর্বদা প্রস্তুত ও মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সংঘবদ্ধ নিবেদিতপ্রাণ।’

প্রথম আলোর প্রতিনিধি আবদুল আজিজ বলেন, ‘প্রথম আলোর মতো বন্ধুসভাও আমার প্রিয় একটি জায়গা। বিগত কমিটি বেশ দারুণ কাজ করেছে। এবারের কার্যনির্বাহী কমিটি নতুন বছরটিকে আরও সুন্দর করে সাজাবে বলে আশাবাদী।’ এ সময় আরও বক্তব্য দেন উপদেষ্টা আবদুল হাই আলহাদী, মোহাম্মদ মনোয়ার হুসেন প্রমুখ।

ফুল দিয়ে নতুন কমিটিকে বরণ
ছবি: বন্ধুসভা

অনুভূতি জানানোর পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সকাল। নতুন বন্ধু রাসেলের কণ্ঠে শোভা পায় ‘ভেঙে মোর ঘরের চাবি’ গান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আবৃত্তি করেন ‘আবার আসিব ফিরে’ কবিতাটি। কামরুল ইসলাম একক কৌতুক পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন কাকন ও তাঁর দল। অতিথিদের মধ্যে সরকারি জাহেদা সফি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক খন্দকার নাজনীন নুর একটি নজরুলসংগীত গেয়ে সবাইকে মুগ্ধ করেন। জামালপুর বন্ধুসভার সহসভাপতি কাভী সিকান্দার গিটার ও কণ্ঠ দিয়ে সবাইকে মাতিয়ে তোলেন।

সবশেষে ছিল র৵াফেল ড্র। বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রথমা প্রকাশনের সেরা কিছু বই দেওয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি জাকারিয়া জাকি।

সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা