গত ২২ আগস্ট ২০২৩ সিলেট নগরের জেলরোড এলাকার একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে ‘কৈশোর ও যুববান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা’ বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। ইউএসএআইডির সুখী জীবন প্রকল্পের সহযোগিতায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মশালায় সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় সুখী জীবন প্রকল্প পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের অ্যাডলসেন্ট ও ইয়ুথ স্পেশালিস্ট ফাতেমা শবনম বলেন, প্রায়ই দেখা যায়, কিশোরী ও তরুণীরা লজ্জা ও সংকোচের কারণে প্রজননস্বাস্থ্যের সমস্যা নিজেদের মধ্যে লুকিয়ে রাখে। এতে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে তারা বঞ্চিত হয়। প্রজননস্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে অনেক ভুল ধারণা থাকে, যা বাস্তবসম্মত নয় বা এর কোনো ভিত্তি নেই।
এই বিশেষজ্ঞ আরও বলেন, কিছু ক্ষেত্রে সমাজে কিছু কুসংস্কার থাকে। যেমন মাসিক হলে মাছ-মাংস খাওয়া যাবে না, সে সময় আলাদা থাকতে হবে। আবার প্রসবকালীন সমস্যা এড়াতে গর্ভাবস্থায় কম খেতে দেওয়া হয়। এসব ভুল ধারণা ভাঙতে অভিভাবকদের সঙ্গে খোলামেলা আলোচনা করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, সুখী জীবন প্রকল্প এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের অ্যাডলসেন্ট ও ইয়ুথ কো-অর্ডিনেটর সুমন কুমার, পাথফাইন্ডার দিশারী প্রকল্পের যোগাযোগ কর্মকর্তা মাহবুবা ফাহমী তামান্না ও সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ।
এ আয়োজনে সহযোগিতায় ছিল প্রথম আলো সিলেট বন্ধুসভা। কর্মশালা শেষে তাঁদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।