হৃদয়ে রবীন্দ্র-নজরুল

বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

মঙ্গল প্রদীপ প্রজ্বালন, কবিগুরু ও জাতীয় কবিকে নিয়ে কথামালা, তাঁদের রচিত কবিতা আর গান পরিবেশনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। ২৯ মে বন্দর নগরীর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে ‘হৃদয়ে রবীন্দ্র-নজরুল’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।

বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধনী নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ এবং ‘তোরা সব জয়ধ্বনি কর’ গানের সঙ্গে এই নৃত্যের নির্দেশনায় ছিলেন প্রান্তিকা ভৌমিক। এরপর ‘সখী, ভাবনা কাহারে বলে’ গান পরিবেশন করেন অর্পিতা দেবী দোলা। শিহাব জিশানের নির্দেশনা ও বেনজির বিনতে শওকতের গ্রন্থনায় ছিল ‘আমাদের রবীন্দ্রনাথ’ত্রয়ী কবিতার পরিবেশনা। ‘দাঁড়ালে দুয়ারে’ নজরুল সংগীত নিয়ে মঞ্চে আসেন ইশরাত জাহান ও উৎপল মল্লিক। রিমি বিশ্বাসের কণ্ঠে ‘ভেঙে মোর ঘরের চাবি’ গানের পরিবেশনা আনন্দ দেয় দর্শকদের।

নৃত্য পরিবেশনায় দুই বন্ধু
ছবি: বন্ধুসভা

এর পর প্রায় দেড় ঘণ্টা ধরে একে একে পরিবেশিত হয় একক ও দলীয় কবিতা, একক, দ্বৈত ও দলীয় গান এবং একক ও দ্বৈত নাচ। একক গানের পরিবেশনায় অংশ নেন রিতু বড়ুয়া, রুম্পী চৌধুরী, উৎপল মল্লিক, ইশরাত জাহান, রুমিলা বড়ুয়া ও তূণীর চৌধুরী।
দ্বৈত পরিবেশনার মধ্যে তূণীর চৌধুরী ও অর্পিতা দেবী পরিবেশন করেন ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ গান। একক কবিতার পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন সাজিয়া আফরিন ও বেনজির বিনতে শওকত। দ্বৈত নাচের পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন প্রান্তিকা ভৌমিক ও তিলোত্তমা সেনগুপ্তা এবং মাইশা ইসলাম ও পূর্ণা চৌধুরী। ছিল অদ্বিতীয়া মল্লিকের একক নাচের পরিবেশনা।

‘হেরে গেলে! বিদ্রোহীকে বাঁধতে তুমি পারবে না’ নিয়ে দলগত আবৃত্তি পরিবেশনায় অংশ নেন বহ্নিশিখা পর্ণা, নানজিবা মুনজারিন, চৌধুরী সিয়াম ইলাহী, ফাহমিদা ইয়াসমিন, পৃথ্বীরাজ বড়ুয়া, ইরফাতুর রহমান ও অংকিতা আচার্য্য। গ্রন্থনায় ছিলেন বেনজির বিনতে শওকত ও নির্দেশনা দিয়েছেন শিহাব জিশান।

সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে মঞ্চে ছিল কথামালার আয়োজন। এ আয়োজনে অংশ নিয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আমাদের স্বাধীনতায় বড় ভূমিকা রেখেছেন কবিগুরু ও বিদ্রোহী কবি। এই দুই কবি বাঙালির জীবনকে পূর্ণতায় ভরিয়ে দিয়েছেন। আমাদের উচিত তাঁদের কবিতা ও গান চর্চা করা। আমরা যত দিন তাঁদের দেখানো পথে চলব, তত দিন আমরা এগিয়ে যাব।’ জয়শ্রী দাশ ও সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় কথামালার আয়োজনে আরও অংশ নেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা তাহমিনা সানজিদা, নাসরিন সরোয়ার মেঘলা, সভাপতি মিনহাজ হোসাইন ও সাধারণ সম্পাদক ইব্রাহীম তানভীর। সবশেষে দলীয় গানের মাধ্যমে শেষ হয় এই আনন্দ আয়োজন। এ আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন মিনহাজ হোসাইন ও ফয়সাল হাওলাদার।