সোনাগাজীতে ১৫০০ মানুষ ও গবাদিপশুকে বিনা মূল্যে চিকিৎসা-ওষুধ প্রদান

বন্ধুসভার উদ্যোগে বন্যার্ত মানুষদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান
ছবি: শাকিব হাসান

ফেনী জেলায় বন্যার পানি নেমে গেলেও সাধারণ মানুষের দুর্ভোগ এখনো কমেনি। শরীরে দেখা দিচ্ছে চর্ম, অ্যালার্জিসহ পানিবাহিত নানা রোগ। বাদ যাচ্ছে না গবাদিপশুও। বন্যার্ত মানুষ ও গবাদিপশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিতে মেডিকেল ক্যাম্প করেছে প্রথম আলো বন্ধুসভা। ৬ সেপ্টেম্বর সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় ১ হাজার ৫০০ মানুষ ও গবাদিপশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

গবাদিপশু নিয়ে সেবা নিতে আসা খামারি আবদুল খালেক বলেন, বন্যা শেষে পানি খাওয়ার পর থেকে তাঁর তিনটি গরুর জ্বর ও খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। ক্যাম্পের চিকিৎসকেরা গরুগুলোকে পরীক্ষা করে ইনজেকশন ও ওষুধ দিয়ে দিয়েছেন।

অনেকে তাঁদের গবাদিপশু নিয়ে আসেন চিকিৎসা করানোর জন্য
ছবি: শাকিব হাসান

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা নাছিমা আক্তার বলেন, ‘বন্যার পর থেকে জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট ও অ্যালার্জির সমস্যায় ভুগছি। অনেক চিকিৎসক দেখিয়েও সুফল পাইনি। এক প্রতিবেশীর কাছে খবর পেয়ে এখানে এসেছি।’ তাঁর সমস্যার কথা শুনে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ দিয়েছেন।

চিকিৎসকেরা জানান, ক্যাম্পে চর্ম, অ্যালার্জি, ডায়রিয়াসহ বন্যা–পরবর্তী পানিবাহিত রোগে আক্রান্ত রোগীরা বেশি এসেছেন।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২০ জনের একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসক দল গবাদিপশুর চিকিৎসা দিয়েছেন। মানুষের চিকিৎসা দিয়েছেন শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আজগর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। এ ছাড়াও হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের একদল নার্স ও টেকনিশিয়ান সেবা নিতে আসা চার শতাধিক রোগীদের রক্তচাপ, ডায়াবেটিস, মূত্র পরীক্ষাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন।

চার শতাধিক রোগীদের রক্তচাপ, ডায়াবেটিস, মূত্র পরীক্ষাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের একদল নার্স ও টেকনিশিয়ান
ছবি: শাকিব হাসান

বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি রাশেদা বেগম নামের এক নারী। তিনি বলেন, ‘সবার আচরণ বেশ ভালো লেগেছে। চিকিৎসকেরা মন খুলে কথা বলতে দিয়েছেন।’

জাহানারা বেগম নামের একাদশ শ্রেণির এক ছাত্রী জানায়, বন্যার পর বাড়ির পুকুরের পানিতে গোসল করায় তার শরীরের অনেক স্থানে অ্যালার্জির কারণে ক্ষত হয়েছে। এখানে এসে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছে।

মেডিকেল ক্যাম্পে আসা প্রত্যেক মানুষকে ফ্যাশন হাউস লা রিভের সহায়তায় বন্ধুসভার পক্ষ থেকে একটি করে নতুন জামা উপহার দেওয়া হয়
ছবি: শাকিব হাসান

নুর আলম নামের একজন কবুতর খামারি ছয়টা অসুস্থ কবুতর নিয়ে আসেন। তাঁর কবুতরগুলো দীর্ঘদিন ধরে খিঁচুনি ও কৃমি রোগে ভুগছিল। চিকিৎসকেরা কবুতরগুলো দেখে পরীক্ষা করে বিনা মূল্যে ওষুধ ও পরামর্শ দেওয়ায় তিনি খুব খুশি।

এ ছাড়া মেডিকেল ক্যাম্পে আসা প্রত্যেক মানুষকে ফ্যাশন হাউস লা রিভের সহায়তায় বন্ধুসভার পক্ষ থেকে একটি করে নতুন জামা ও গ্রামীণ ডানোনের দুই হাজার প্যাকেট বিস্কুট ও পাউডার জুস উপহার দেওয়া হয়। ওষুধ সহায়তা দিয়েছে এসকে+এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও রেজ্যুভা ওয়েলনেস। সার্বিক সহযোগিতা করেছে ফেনী, ঝিনাইদহ, টাঙ্গাইল, দিনাজপুর, জামালপুর ও বশেমুরকৃবি বন্ধুসভা।

রেজিস্ট্রেশন বুথে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন
ছবি: শাকিব হাসান

সকালে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায়, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সমর দাস, ফেনী বন্ধুসভার সভাপতি বিজয় নাথ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, শেখ আশিকুন্নবী ও সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হকসহ বন্ধুসভার বন্ধুরা।

সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন বলেন, ‘প্রথম আলোর প্রতিটি কাজ বেশ ভালো লাগে। উৎসাহ পাই। এভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রথম আলো বন্ধুসভা আমাদের বিদ্যালয়ে বন্যার্ত মানুষ ও গবাদিপশুর জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধের ব্যবস্থা করায় প্রথম আলোর সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এ ধরনের কাজ করে যাবে।’