‘বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের আয় করা উচিত’

ক্যারিয়ার ভাবনা নিয়ে আয়োজিত জাবি বন্ধুসভার কর্মশালা
ছবি: বন্ধুসভা

নতুন উদ্যমে হাজারো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। স্বপ্ন বাস্তবায়নে কোন ধরনের দক্ষতা অর্জন প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কী কী করা উচিত—নানা প্রশ্ন জাগে শিক্ষার্থীদের মনে।

গত ২৬ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে ক্যারিয়ার ভাবনা নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘ফিউচার ফরোয়ার্ড’–এ আলোচনা করেন টেন মিনিট স্কুলের শিক্ষক সাকিব বিন রশিদ। তিনি ২০১৫ সাল থেকে নানা রকম দক্ষতা উন্নয়নমূলক ভিডিও ও কোর্স তৈরি করে আসছেন।

অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনায় প্রশিক্ষক সাকিব বিন রশিদ
ছবি: বন্ধুসভা

অনলাইনে বেচাকেনার প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সাকিব বিন রশিদ বলেন, ‘আমাদের তিনটি বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন। প্রথমটি হলো ভাষাদক্ষতা। বাংলা ও ইংরেজি শুদ্ধভাবে বলা ও লেখা জানতে হবে। শহর ও গ্রাম বিবেচনায় প্রমিত ও আঞ্চলিক ভাষা ব্যবহারের দিকে খেয়াল রাখা প্রয়োজন। প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। বিভিন্ন এআই টুলস ব্যবহার সম্পর্কে জানতে হবে।’ মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি প্রয়োজনীয় দক্ষতাগুলো শিখে ফেলার পরামর্শ দেন তিনি। খাতা, কলম বা ক্যালকুলেটর ব্যবহার না করে গণিত অনুশীলন করার মাধ্যমে মানসিক গণিত দক্ষতা অর্জন করতেও বলেন।

অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনায় প্রশিক্ষক সাকিব বিন রশিদ
ছবি: বন্ধুসভা

ক্যারিয়ার সম্ভাবনায় সফল হতে শিক্ষার্থীদের চারটি বিষয়ে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন বলে মনে করেন তিনি। সেগুলো হলো পড়ালেখা, দক্ষতা উন্নয়ন, আয় ও ব্যক্তিগত সম্পর্ক। সাকিব বিন রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে উন্নত সিজিপিএ অর্জনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের আয় করা উচিত। এ ক্ষেত্রে টিউশন, ফ্রিল্যান্সিং, কনটেন্ট তৈরি করা ইত্যাদি বিষয় উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের এগুলোর কোনোটিকে অধিক গুরুত্ব দেওয়া কিংবা কোনোটিকে বাদ না দিয়ে এ চারটি বিষয়ের সমন্বয় করে এগিয়ে চলা উচিত।

প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি উপস্থিত প্রায় ২৫০ শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে উচ্ছ্বসিত হয়ে পরবর্তী সময় জাবি বন্ধুসভার যেকোনো আয়োজনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্নার সঞ্চালনায় সমাপনী বক্তব্যে সভাপতি হামিদা জান্নাত মনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা স্বপ্নপূরণের সারথি হতে চায়। এ ধরনের আয়োজন অংশগ্রহণকারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে।

কার্যনির্বাহী সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা