নৃত্যে-গানে রবীন্দ্রনাথকে স্মরণ

বগুড়া বন্ধুসভার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্‌যাপনছবি: হাসিবুল হায়দার

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্‌যাপন করেছে বগুড়া বন্ধুসভা। এ উপলক্ষে ১০ মে রবীন্দ্রসৃজন সাহিত্যচর্চা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম আলোর বগুড়া অফিসে এটি অনুষ্ঠিত হয়।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বন্ধুদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন চন্দন কুমার রায়। আল্ গালিব খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার পারভেজ।

সাংস্কৃতিক পর্বে দলীয় কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বন্ধু আল্ গালিব খান, আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাহির ফয়সাল ও প্রশিক্ষণ সম্পাদক রুথ চৌধুরী। কবিতা আবৃত্তি করেন মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহরিয়ার সিফাত এবং নৃত্য পরিবেশন করেন প্রশিক্ষণ সম্পাদক রুথ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আম্বিয়া মেহজাবিন, যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হাসান, ঢাকা মহানগর বন্ধুসভার প্রচার সম্পাদক এস কে কাব্য, বইমেলা সম্পাদক সুমাইয়া শিলা, কার্যনির্বাহী সদস্য সামিয়া সিলভী, হাসিবুল নিশাত, প্রীতম হাসান, ফাহিম আহমেদসহ অন্য বন্ধুরা।

বন্ধু, বগুড়া বন্ধুসভা