গল্প, আড্ডা, খেলাধুলা কিংবা ভ্রমণ—কারও সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য এ আয়োজনগুলো ওষুধের মতো কাজ করে। তাই খুলনা বন্ধুসভা উদ্যোগ নেয় ইনডোর গেমস ইভেন্টের। ২ সেপ্টেম্বর বিকেলে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইভেন্টটি ভিন্ন মাত্রা পায়।
দাবা, লুডু, ক্যারম খেলা, অনর্গল গল্প বলা, কী ছিল না এ আয়োজনে। কে কোন খেলায় অংশ নেবেন, এর জন্য আগেই নিবন্ধন করার শর্ত ছিল। লুডু খেলায় ২০ জন, দাবা খেলায় ৮ জন, ক্যারম খেলায় ১৩ জন ও অনর্গল গল্প বলায় ১২ জন নবীন ও পুরোনো বন্ধু অংশ নেন।
সবচেয়ে বেশি উপভোগ্য হয়ে ওঠে অনর্গল গল্প বলা পর্ব। সংগঠনের সভাপতি তারক চাঁদ ঢালী সাবলীল ভাষায় একটি গল্প বলা শুরু করেন। সেটি না থামিয়ে এটির সঙ্গে নিজেদের মতো গল্প জুড়িয়ে দেন বন্ধুরা। এর মধ্য দিয়ে তরুণ বন্ধুদের মেধা, চিন্তা, বুদ্ধি ও অভিজ্ঞতার প্রকাশ হতে থাকে।
বিচারক প্যানেলে ছিলেন তারক চাঁদ ঢালী ও সহসভাপতি বনানী আফরোজা। তাঁরা বিজয়ী বন্ধুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা