অগ্নিবীণা হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমন ঘটে, পদচারণ ছিল ধূমকেতুর মতো। তিনি আমাদের চেতনায় মিশে রয়েছেন। বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত নজরুলের কবিতা ও গান পশ্চিমবঙ্গ, বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী বিশ্বের সব মানুষের কাছেই সমানভাবে সমাদৃত। কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
১১ জ্যৈষ্ঠ ছিল কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। ১০ জুন সন্ধ্যা ছয়টায় রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। ‘প্রভায় তোমার উদিল প্রভাত’ শিরোনামে নজরুলজয়ন্তী অনুষ্ঠানে জাতীয় কবির জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করা হয়, ছিল নজরুলসংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তি, যা ভিন্ন মাত্রা যোগ করে।
কবি কাজী নজরুল ইসলামের আদর্শ আমাদের ধারণ ও লালন করতে হবে
জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। তিনি বলেন, ‘বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম যে অবদান রেখে গেছেন, তা অনস্বীকার্য। তাঁরা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনীতি—সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কাজ করেছেন, কথা বলেছেন। নজরুলকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনি। তিনি কেবল বিদ্রোহী কবি নন, পাশাপাশি প্রেমের কবি, মানবতার কবি। জাতীয় কবি মানুষে মানুষে সৌহার্দ্য, সহমর্মিতা, শিক্ষা ও নারীর অগ্রযাত্রা নিয়ে কাজ করেছেন। ইতিহাস বলে, পৃথিবীতে যত ধরনের অনিয়ম থাকুক না কেন, দেখবেন কেউ না কেউ ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলছে। নজরুল হলো সেই ন্যায়ের পক্ষে কথা বলার মানুষ।’
বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে জাফর সাদিক বলেন, ‘কবি কাজী নজরুল ইসলামের আদর্শ আমাদের ধারণ ও লালন করতে হবে। সবকিছুর মধ্য দিয়ে আমরা নজরুলকে স্মরণ করব।’
সাংস্কৃতিক পর্বের শুরুতেই কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধু মারজিয়া সালেহীন। সংস্কৃতি বিকাশ কেন্দ্র ছায়ানটের শিক্ষক তাপসী রায় নজরুলের জীবনের কয়েকটি দিক তুলে ধরেন এবং নজরুলসংগীত পরিবেশন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পরিবেশনা ছিল দলীয় কণ্ঠে ‘অগ্নিবীণা ঝংকার’ কবিতাটি আবৃত্তি। অংশ নেন বন্ধু মুক্তা বর্মন, রোকসানা আক্তার ও ওমর ফারুক।
ফাঁকে ফাঁকে চলে শুভেচ্ছা বক্তব্য পর্ব। বক্তব্য দেন জাতীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিনা বর্ষা, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা ও ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা।
জাতীয় পরিচালনা পর্ষদের সাংস্কৃতিক সম্পাদক পৌলমী অদিতির কণ্ঠে শোভা পায় নজরুলসংগীত, যা পুরো সভাকক্ষে এর আবেশ ছড়িয়ে পড়ে। কবি নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন জাতীয় পর্ষদের সহসভাপতি মাহবুব পারভেজ। কবিতা আবৃত্তি করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাফিন উজ জামান।
আয়োজনে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, মিরপুর, গাজীপুর, পটুয়াখালী, কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার অসংখ্য বন্ধু অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় পর্ষদের দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, ঢাকা মহানগর বন্ধুসভার দপ্তর সম্পাদক মেঘা খেতান ও অর্থ সম্পাদক অনিক সরকার।