দক্ষতার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে
বন্ধুসভার বন্ধুদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট স্কিল’ কর্মশালা করে জাতীয় পরিচালনা পর্ষদ। অনার বাংলাদেশের সৌজন্যে নেতৃত্ব, যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিতর্ক ও উপস্থাপনা বিষয়ে ২৬ জুলাই এটি অনুষ্ঠিত হয়।
২৬ জুলাই, সকাল ১০টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে বসে আছেন অসংখ্য শিক্ষার্থী। সবার মধ্যে নতুন কিছু জানার আগ্রহ। এক শিক্ষার্থী ফিসফিস করে তাঁর বন্ধুকে জিজ্ঞেস করলেন, ‘তুই কি কথা বলতে ভয় পাস?’ সঙ্গে সঙ্গে উত্তর, ‘ভয় না, একটু অস্বস্তি লাগে, ভুল বললে কী ভাববে সবাই।’ কারও মনে প্রশ্ন, আমরা কি নেতৃত্ব দিতে পারব?
তরুণদের মনের এসব প্রশ্ন ধরেই ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আবদুল কাইয়ুম সেশনের শুরুতেই প্রশ্ন ছুড়ে দেন, নেতৃত্ব দেওয়া মানে কী? জবাবে একেকজন একেক উত্তর দেন। নেতৃত্ব ও যোগাযোগ বিষয়ে আবদুল কাইয়ুম বলেন, নেতৃত্ব একটা দায়িত্ব। দায়িত্ব নিতে জানতে হবে। মানুষ কী চায়, সেটা বুঝতে হবে, সাহসী ও কঠিন সিদ্ধান্ত নিতে জানতে হবে এবং সমালোচনায় ভেঙে পড়া যাবে না। ভার্বাল ও নন-ভার্বাল কমিউনিকেশনে ভালো হতে হবে।
তিনি আরও বলেন, ‘এ দেশের নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। দায়িত্ব পালনের জন্য দক্ষতা লাগবে। সে জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’
এদিন প্রথম আলো বন্ধুসভার ‘স্মার্ট স্কিলস’ কর্মশালায় অংশ নিতে সেমিনারকক্ষে জড়ো হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিসহ আশপাশের কয়েকটি বন্ধুসভার দেড় শতাধিক বন্ধু। মোবাইল ফোন ব্র্যান্ড অনার বাংলাদেশের সৌজন্যে দিনব্যাপী নেতৃত্ব, যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিতর্ক ও উপস্থাপনা বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজন সহযোগী হিসেবে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ। তিনি বলেন, ‘যে দক্ষতাই অর্জন করেন, সেটা শিক্ষাজীবন থেকে পেশাদার ক্যারিয়ার পর্যন্ত কাজে লাগবে। বন্ধুসভা যত কাজ করেছে, সবই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখছে।’
শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো জাবি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও জাবি বন্ধুসভার সভাপতি হামিম তাজ। স্বাগত বক্তব্যে বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক বলেন, এ কর্মশালা দিয়ে নতুন যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হবে। তরুণদের দক্ষতা উন্নয়নে বন্ধুসভা কাজ করে যাবে।
পারসোনাল ব্র্যান্ডিং ও ক্যারিয়ার বিষয়ে প্রশিক্ষণ দেন পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার। পেশাদার ক্যারিয়ারের জন্য লিংকডইনের গুরুত্বের বিষয়ে করে তিনি বলেন, ‘আপনার মধ্যে কী কী গুণ আছে, সেটা মানুষকে জানাতে হবে। পারসোনাল ব্র্যান্ডিং না থাকলে আপনাকে আলাদাভাবে খুঁজে পাওয়া যাবে না। অন্যের সঙ্গে আপনার পার্থক্য থাকতে হবে। এই ব্র্যান্ড হতে হবে সম্পূর্ণ সৎ ও মৌলিক। আপনার প্রতি মানুষের বিশ্বাস থাকতে হবে।’
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বন্ধুসভার সব ভালো কার্যক্রমের সঙ্গে থাকার চেষ্টা করছি আমরা। আজ যাঁরা এখানে এসেছেন, আপনারা অন্যদের থেকে একধাপ এগিয়ে আছেন।’
শিখতে শিখতেই নেতৃত্ব তৈরি হয় উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব বলেন, শিক্ষার্থীদের এ ধরনের দক্ষতা উন্নয়ন কর্মশালাগুলোতে বেশি বেশি অংশগ্রহণ জরুরি।
কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সেশনের শুরুতেই অংশগ্রহণকারীদের উদ্দেশে লার্নিং বাংলাদেশের প্রধান নির্বাহী সাব্বির আহমেদ প্রশ্ন করেন, এআইয়ের কারণে ভবিষ্যতে সৃজনশীলতা কি কমে আসবে? কেউ কেউ বলেন, কমে যাবে। তবে এ বিষয়ে একমত নন তিনি। সাব্বির আহমেদ বলেন, এআই অনেক কাজ সহজ করে দিচ্ছে, এটা সঠিক। এতে সময়ও বেঁচে যাচ্ছে। এই সময়গুলো নতুন কোনো গবেষণা, উদ্ভাবনে কাজে লাগাতে হবে। এভাবে সৃজনশীলতার নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।
বিতর্ক ও উপস্থাপনাবিষয়ক সেশন পরিচালনা করেন বিতার্কিক জাফর সাদিক এবং বিতার্কিক নূর ই আলম। বিতর্কের লক্ষ্য হওয়া উচিত নিজেকে প্রস্তুত করা জানিয়ে জাফর সাদিক বলেন, ‘উপস্থাপনার জন্য গুছিয়ে কথা বলতে পারতে হবে। যুক্তি দিয়ে কথা বলার জন্য বিতর্ক শিখতে হবে। বিতর্ক এমনভাবে ভাবতে শেখাবে, যা আপনাকে একজন ভালো মানুষ হতে সহায়তা করবে। আপনার সাফল্যের খুঁটি হবে বিতর্ক।’
নূর ই আলম বলেন, পৃথিবীতে যত বড় বড় বক্তা আছেন, কেউ–ই জন্মগতভাবে ভালো বক্তা নন। এই দক্ষতা ধীরে ধীরে আয়ত্ত করেছেন। আর এ দক্ষতা অর্জনের জন্য বিতর্ক একটা মাধ্যম।
আয়োজনের একপর্যায়ে ছিল অনার বাংলাদেশ সম্পর্কিত বিশেষ কুইজ। এই পর্ব পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রশিক্ষণ সম্পাদক সামছুদ্দোহা সাফায়েত। বিজয়ীদের অনার ব্র্যান্ডের এক্স লাইট এয়ার বাড উপহার দেওয়া হয়।
দিনব্যাপী এ কর্মশালা সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট। শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।