নাটিকা, নৃত্য ও মূকাভিনয়ে এসডিজি বার্তা

এসডিজি-৫ ‘লিঙ্গসমতা’ নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার নাটিকা প্রদর্শনী
ছবি: খালেদ সরকার

একটি ফুটবল নিয়ে দুজন মেয়ের মঞ্চে প্রবেশ। খেলার ফাঁকে ফাঁকে তাঁদের কথাবার্তায় উঠে আসে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দলের শিরোপা জয়ের কথা। এর মধ্যেই হঠাৎ এক বৃদ্ধের আগমন। মেয়েদের ফুটবল খেলতে দেখে তিনি নানা কটু মন্তব্য করতে থাকেন!

‘জাগো বাংলাদেশ’ গানের তালে নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার আনন্দিতা খান
ছবি: খালেদ সরকার

দৃশ্যটি এসডিজি-৫ ‘লিঙ্গসমতা’ নিয়ে নাটিকা প্রদর্শনীর। ১৯ ডিসেম্বর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে ‘এসডিজি প্রচারাভিযান-২০২২: যুব ও নারীদের বলিষ্ঠ প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা’ শীর্ষক প্রচারাভিযানের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে নাটিকাটি প্রদর্শন করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এর মধ্য দিয়ে উঠে এসেছে পরিবার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা যে ছেলেদের মতো সমান অধিকার পান না এবং একই সঙ্গে মেয়েদের সুযোগ দিলে তাঁরাও যে দেশকে গর্বিত করতে পারেন, সেই বিষয়।

রাঙামাটি বন্ধুসভার বন্ধুদের ‘উত্তন পেগে মেঘে মেঘে’ গান পরিবেশনা
ছবি: খালেদ সরকার

বিকেল পাঁচটা থেকে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এর আগে সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরিবেশনায় অংশ নেন পৌলমি অদিতি, খাদিজা জান্নাত, হুমায়রা আনজুম, শারমিন তৃষা, সৌমেন রায় ও আশফাকুর রহমান। নাচ, গান, মূকাভিনয় ও নাটিকা দিয়ে সাজানো ছিল সাংস্কৃতিক পর্ব।

চা-বাগানের শিক্ষার্থীরা লাঠিনৃত্য পরিবেশন করেন
ছবি: খালেদ সরকার

‘জাগো বাংলাদেশ’ গানের তালে নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার আনন্দিতা খান। সিলেটের চা-বাগানের শিক্ষার্থীরা লাঠিনৃত্য পরিবেশন করেন। ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ ও ‘জল পড়ে পাতা নড়ে’ গানের তালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার তাসনিম হোসাইনের নৃত্য মুগ্ধতা ছড়িয়েছে।

এসডিজি-১৩ ‘জলবায়ু কার্যক্রম’ নিয়ে ঢাবি বন্ধুসভার মূকাভিনয়
ছবি: খালেদ সরকার

এসডিজি-১৩ ‘জলবায়ু কার্যক্রম’ নিয়ে মূকাভিনয় প্রদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দুই বন্ধু। এর মধ্য দিয়ে দুটি বার্তা দেওয়া হয়। এক. জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে উপকূলীয় জনপদ এবং দুই. এর সমাধান কী।

সিলেট বন্ধুসভার সৌমেন রায়ের গানের সময় মঞ্চের সামনে বন্ধুদের আনন্দ-উল্লাস
ছবি: খালেদ সরকার

সিলেট বন্ধুসভার সৌমেন রায়ের গানের সময় মঞ্চের সামনে বন্ধুরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। আঞ্চলিক ভাষায় রাঙামাটি বন্ধুসভার বন্ধুদের কণ্ঠে উঠে আসে ‘উত্তন পেগে মেঘে মেঘে’ গানটি। ভরাট কণ্ঠে মঞ্চ মাতিয়ে তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনিক মিয়া। গান পরিবেশন করেন সিলেট বন্ধুসভার জয়ীতা তালুকদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আশফাকুর রহমান। নাচে মুগ্ধতা ছড়ান ঢাকা মহানগর বন্ধুসভার খাদিজা জান্নাত। সাংস্কৃতিক পর্ব উপস্থাপন করেন খাদিজা জান্নাত ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ।