মহাশোকে মহাশক্তি অবিরাম

অনুষ্ঠান শেষে বন্ধুরা
ছবি: তানজিলুল প্লানা

শোক দিবসের আয়োজন হলেও প্রথম আলো বন্ধুসভা শুধু শোক পালনেই সীমাবদ্ধ থাকতে চায়নি। ব্যতিক্রমী কিছু করতে হবে। তাই ১৫ আগস্টের অনুষ্ঠানের নাম রাখা হয় ‘মহাশোকে মহাশক্তি অবিরাম’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানো আমাদের জন্য মহাশোক, বন্ধুসভার বন্ধুরা সেটিকে মহাশক্তিতে পরিণত করে দেশ ও দশের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।

বক্তব্য রাখছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত
ছবি: তানজিলুল প্লানা

সোমবার অনুষ্ঠানের শুরুতেই একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেন বন্ধুরা। এরপর বাংলাদেশ সংবিধান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যবহুল আলোচনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। তিনি বলেন, ‘স্বাধীনতা–পরবর্তী সময়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে মানুষের মৌলিক অধিকার, মৌলিক চাহিদা, অসাম্প্রদায়িক–ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও দেশগঠন এবং সংবিধান প্রণয়নে অবদান রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মানুষকে আমরা হারিয়েছি।’

গান পরিবেশন করেন অনিক সরকার, হৃদয় সৈকত, রাহাত তালুকদার ও মেঘা খেতান
ছবি: তানজিলুল প্লানা

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘মহাশোকে মহাশক্তি অবিরাম’ শিরোনামে গান, কবিতা আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে ঢাকা মহানগর বন্ধুসভা। বিকেল পাঁচটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন বন্ধুসভা অংশগ্রহণ করে।

কবিতা আবৃত্তি করছেন তাবাসসুম ফাবিয়া
ছবি: তানজিলুল প্লানা

সাংস্কৃতিক পর্বে দলীয় গান নিয়ে আসেন অনিক সরকার, হৃদয় সৈকত, মেঘা খেতান ও রাহাত তালুকদার। কবিতা আবৃত্তি করেন বহ্নিশিখা, চৈতী চক্রবর্তী, হাসান মাহমুদ, তাবাসসুম ফাবিয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক বর্ণিক বৈশ্য। বিশেষ আকর্ষণ ছিল বঙ্গবন্ধুর একটি চিঠি। সেটি পাঠ করে শোনান সাইমুম মৌসুমী বৃষ্টি।

কবিতা আবৃত্তি করে শোনান চৈতী চক্রবর্তী
ছবি: তানজিলুল প্লানা

পরে আবার আলোচনা পর্ব শুরু হয়। ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সোলায়মান কবীরের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রয়, সাধারণ সম্পাদক জাফর সাদিক, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ, ফাল্গুনী মজুমদার, সাধারণ সম্পাদক রেদোয়ান রেজা প্রমুখ।

বহ্নিশিখা’র আবৃত্তি
ছবি: তানজিলুল প্লানা

বঙ্গবন্ধুর আদর্শে পথ চলতে বন্ধুদের আহ্বান জানিয়ে উত্তম রায় বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ এ সময় তিনি বেশি বেশি সংস্কৃতিচর্চার ওপর জোর দেন।

ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ
ছবি: তানজিলুল প্লানা

জাফর সাদিক তাঁর বক্তব্যে দেশে চলমান নানা অসংগতির তুলে ধরেন। সেগুলো পরিহার করে বঙ্গবন্ধুর আদর্শে পথচলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।