লেখক বন্ধু সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা

উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল পার্কের সুনয়ন মিলনায়তনে রাউজান বন্ধুসভার লেখক বন্ধু সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যাছবি: বন্ধুসভা

অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা। এ আয়োজনে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা, লেখক বন্ধু সম্মাননা এবং বর্ষসেরা বন্ধু পুরস্কার। ২ মার্চ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল পার্কের সুনয়ন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এ বছর রাউজান বন্ধুসভার ছয় বন্ধুর বই প্রকাশিত হয়েছে। তাঁরা হলেন উপদেষ্টা ও কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, উপদেষ্টা ও চুয়েট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান, রাউজান বন্ধুসভার সভাপতি শেখ বিবি কাউছার, সহসভাপতি সরোয়ার রানা, অর্থ সম্পাদক এম সায়মন ও সাংগঠনিক সম্পাদক কাজী শিহাবুদ্দিন। এদিন তাঁদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

ছয় লেখক বন্ধুকে সম্মাননা প্রদান
ছবি: বন্ধুসভা

সেরা কর্মী বন্ধুর পুরস্কার পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। বর্ষসেরা নারী সক্রিয় উপস্থিতির পুরস্কার দেওয়া হয় দুই বোন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাসলিমা আকতার এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আকলিমা আকতারকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা মুহাম্মদ বেলাল। সঞ্চালনা করেন উপদেষ্টা মহিউদ্দিন ইমন ও সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন। অতিথিদের মধ্যে বক্তব্য দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্য জাই মারমা, রিডার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের চৌধুরী, আহসান হাবিব চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা স্বপন কুমার বড়ুয়া, সেলিম আজাদ, নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব আবু মনসুর, নোয়াপাড়া কলেজের অধ্যাপক সালসাবিল করিম চৌধুরী, অধ্যাপক গাজী সুলতানা রাজিয়া, অধ্যাপক আশরাফ উদ্দিন, নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম, উরকিরচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, উপদেষ্টা গোলাম মামুন জাবু, তৌহিদুল ইসলাম শাহাদাত, রাউজান ব্লাড ব্যাংকের উপদেষ্টা সারজু মুহাম্মদ নাছির, মুহাম্মদ জিয়াউর রহমান, কদলপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, ব্যাংকার গোলাম নিজামী, শিক্ষক ঝর্ণা কর, রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নেজাম রানা, শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ রিশিদী ও সোলেমান বাদশা।

অনুষ্ঠানে আগত অতিথি ও বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে বন্ধুদের নৃত্য, কবিতা আবৃত্তি, গান ও দলীয় কোরাস গান পরিবেশনা।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস আল হাসান, বকুল বড়ুয়া, নুরুল ইসলাম, আরাফাত ইসলাম, সানজিদা শারমিন, কাজী শিহাবুদ্দিন, সুপ্রিয়া শীল, এম সায়মন, ইমন দাশ, এম এ গণি, সৈকত দাশ রণি, শানীন তালুকদার, সাবরিনা মাহবুব চৌধুরী, সিদরাতুল মুনতাহা, উসিংমে মারমা, অ্যানি দাশ, সুব্রত দত্ত, সাঈদ ওমর, পাভেল চৌধুরী, তাসলিমা আকতার, আকলিমা আকতার, শান্তা বড়ুয়া, জুয়েল সিকদার, শ্রীমাণ দাশ শুভ, মুহাম্মদ রাকিব, কাজী কায়েস উদ্দিন, শাবনাজ আকতার, রিপা আকতার, আবু তাহের, জাহিদ উল হাসান, জাহিদউল আনোয়ার, আইরিন আকতার, রেজাউল আলম, শান্ত কুমার নাথ, নাসিমা আকতারসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা