উৎসবের সফলতার গল্প

রংপুর বন্ধুসভার সদস্যরা
ছবি: বন্ধুসভা

৩৮ হাজার বৃক্ষের ছায়াতলে সবুজে শোভিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রংপুর বন্ধুসভার উদ্যোগে স্কুল বিতর্ক উৎসব। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ২৬ আগস্ট সবুজ বৃক্ষরাজির সমাহারে উন্মুক্ত স্থানে।

চ্যাম্পিয়ন দল রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
ছবি: বন্ধুসভা

যুক্তি, তারুণ্য আর সমাজ বিনির্মাণে সহযোগিতার লক্ষ্যে রংপুর বন্ধুসভা জেলা পর্যায়ে স্কুল বিতর্ক উৎসবের আয়োজন করে। গুণী বিতার্কিক-বিচারক এবং তীক্ষ্ণ যুক্তির সমন্বয়ে এ আয়োজনের ফলাফল সবাইকে আরও যুক্তিবাদী, সহানুভূতিশীল ও সচেতন হিসেবে তৈরি করবে। বিতর্ক উৎসবে বিচারকেরা বলেন, বিতার্কিকেরা যেন মেধা ও মননশীলতার বিকাশে বিতর্কের সঙ্গে যুক্ত থেকে নিজেদের শাণিত করেন।

রানার্সআপ দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
ছবি: বন্ধুসভা

দিনব্যাপী এ বিতর্ক উৎসবে রংপুর জেলার স্বনামধন্য ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি দল অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো রংপুর জিলা স্কুল, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, পুলিশ লাইনস স্কুল ও কলেজ, লায়ন্স স্কুল ও কলেজ, সিদ্দিক মেমোরিয়াল স্কুল ও কলেজ, মাহিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং রবার্টসনগঞ্জ উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়।

বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রয়
ছবি: বন্ধুসভা

সকাল ৯টায় নিবন্ধন শুরু হয়ে প্রথম পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্ব সবুজের সমারোহে শহীদ মিনার প্রাঙ্গণের পাশে ছায়াযুক্ত উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হয়। পুরো বিতর্কজুড়ে বিচারক হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ রংপুরের বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে ছিলেন ড. তুহিন ওয়াদুদ, উমর ফারুক, মো. আশানুজ্জামান, কাজী নেওয়াজ মোস্তফা, মো. আজহারুল ইসলাম, শফিয়ার রহমান, মারুফ হোসেন, মাসুম রেজা, ফারাহ ফিবা, তপন কুমার রায়সহ আরও অনেকে।

সম্মাননা স্মারক প্রদান
ছবি: বন্ধুসভা

আরও উপস্থিত ছিলেন দিনাজপুরে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মনজুর হোসেন, বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রয়। চূড়ান্ত পর্বে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ধরিত্রী সরকার লোটাস।
এর আগে কবি হেয়াত মামুদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে সেরা পাঁচ বিজয়ী হলেন ফেরদৌস হোসেন, খন্দকার লাইবা, অনন্ত নীলিম, শাহরিয়ার আদনান ও সারাহ শবনম।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা