রোবোটিকস কর্মশালা

সিলেট বন্ধুসভার উদ্যোগে লিডিং ইউনিভার্সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীরাছবি: বন্ধুসভা

বর্তমান সময় হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। এই খাতে যার যত বেশি দক্ষতা, তার তত বেশি মূল্যায়ন। দিন দিন রোবোটিকস-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও জনপ্রিয়তা পাচ্ছে। চারদিকে এর কদর বাড়ছে। তাই এবার সিলেট বন্ধুসভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে রোবোটিকস কর্মশালা।

৯ মে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই কর্মশালা। সকাল নয়টায় শুরু হয়ে বেলা তিনটায় সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। এতে লিডিং ইউনিভার্সিটিসহ সিলেটের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ডিপ লার্নিং প্রকৌশলী নিহাল বেগ। কর্মশালায় তিনি রোবোটিকসের বেসিক বিষয়গুলো হাতেকলমে শেখান। অংশগ্রহণকারীদের উদ্দেশে নিহাল বেগ বলেন, ‘সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি করার একটি মজার মাধ্যম হচ্ছে রোবোটিকস। এটি তোমাদের অনেক ধরনের ডোমেইন নিয়ে চিন্তা করতে শেখাবে।’

এ রকম কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রফিকুল ইসলাম

কর্মশালায় অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিনহাজ চৌধুরী বলেন, ‘এ ধরনের কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সচরাচর পাওয়া যায় না। আজ বেসিক অনেক কিছু জানতে পেরেছি; যা সামনে আমাদের অনেক কাজে আসবে।’

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবিদা রহমানি বলেন, কর্মশালায় আরডুইনো সার্কিটের কোড রান, সিমুলেশনের কাজ, ব্রেড বোর্ডে সার্কিট বসানোসহ অনেক কিছুই শেখানো হয়েছে। কর্মশালা শেষে একটি কুইজের আয়োজন করা হয়।

বিকেলে সনদ বিতরণ পর্বে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রফিকুল ইসলাম। তিনি বলেন, সিলেট বন্ধুসভা সব সময়েই সত্যিকারের প্রশংসনীয় কাজ করে আসছে। এ আয়োজন তারই প্রতিফলন। এ রকম কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।

সিলেট বন্ধুসভার উদ্যোগে লিডিং ইউনিভার্সিটিতে দিনব্যাপী রোবোটিকস কর্মশালা
ছবি: বন্ধুসভা

আমন্ত্রিত অতিথি হিসেবে এ সময় আরও বক্তব্য দেন একই বিভাগের প্রভাষক কুলসুমা খানম, তানভিনুল হক ও আফসানা বেগম। সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার বন্ধু ফারিয়া হক।

কর্মশালার সমন্বয় করেন সিলেট বন্ধুসভার সভাপতি অন্তর শ্যাম এবং প্রশিক্ষণ সম্পাদক মাজেদুল ইসলাম। অন্যান্য ব্যবস্থাপনায় ছিলেন বন্ধু সমীর বৈষ্ণব, দেব রায় সৌমেন, ফারহানা হক, শেখ ফয়সাল, পিয়াস সরকার, সুবর্ণা দেব, দীপান্বিতা সেন, সমরজিৎ হালদার ও আরিফা খানম। পৃষ্ঠপোষকতায় ছিল এডো ওয়ার্ক অ্যান্ড লজিস্টিক এবং সহযোগিতায় ছিল লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সভাপতি, সিলেট বন্ধুসভা