শীতের কুয়াশাঘেরা মঞ্চে কুয়াশা উৎসব

বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনাছবি: বন্ধুসভা

‘সুরে, স্বাদে, আলোয়—ধোঁয়ায় কুয়াশা উৎসব প্রাণে ছোঁয়ায়’ প্রতিপাদ্যে কুয়াশা উৎসব করেছে জাবি বন্ধুসভা। ৩ জানুয়ারি সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে এটি অনুষ্ঠিত হয়। শীতের কুয়াশা মোড়ানো সন্ধ্যায় বন্ধুত্বের উষ্ণতায় ভরপুর বহুল প্রতীক্ষিত এই আয়োজন ক্যাম্পাসজীবনকে যেন আরও রঙিন করে তোলে।

উৎসবটি পিঠা উৎসব, চড়ুইভাতি, সাংস্কৃতিক পরিবেশনা, দায়িত্ব হস্তান্তর এবং র‌্যাফল ড্র— পাঁচটি অংশে সাজানো ছিল। প্রতিটি পর্বে ছিল উৎসবপ্রিয় সবার প্রাণের উচ্ছ্বাস।

উৎসবে অংশগ্রহণকারীদের একাংশ
ছবি: বন্ধুসভা

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগরের শীত যেমন চিরসবুজ, তেমনই বন্ধুসভার কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের জীবনেও চিরস্থায়ী প্রভাব ফেলে। এই আয়োজন তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার একটি দারুণ উদাহরণ।’

সহ–উপাচার্য সোহেল আহমেদ বলেন, বন্ধুসভার এমন আয়োজন কেবল আনন্দই দেয় না, বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্ব এবং সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।

পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বন্ধুসভার উপদেষ্টা জামালউদ্দিন রুনু বলেন, ‘বন্ধুসভার উদ্যোগে ক্যাম্পাসজীবনের নতুন মাত্রা যুক্ত হয়। তাদের আন্তরিকতা এবং পরিশ্রম সত্যিই প্রশংসার যোগ্য।’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো। যেখানে সবাই মিলে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণে কাজ করে। তাদের এমন আয়োজন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।’

উৎসব শেষে জাবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এই আয়োজনের মাধ্যমে বন্ধুসভার সভাপতি হিসেবে বিদায় নেন সুমাইয়া জামান। তিনি আবেগভরা কণ্ঠে বলেন, ‘বন্ধুসভার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আমার কাছে অমূল্য। দায়িত্ব থেকে বিদায় নিলেও বন্ধুসভার পরিবারের অংশ হয়ে থাকব সারা জীবন।’ এ সময় জাবি বন্ধুসভার ২০২৫ কমিটির সভাপতি শেখ হামিম এবং সাধারণ সম্পাদক রেজনান চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

উৎসবে ছিল পাটিসাপটা ও পুলিপিঠার মধুর স্বাদ, ধোঁয়া ওঠা খিচুড়ি-মাংসের উষ্ণ আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনায় গান, নাচ, কবিতা আবৃত্তি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। র‌্যাফল ড্রতে ছয়টি আকর্ষণীয় পুরস্কার, যেমন স্নিকার্স, শাড়ি ও টি-শার্ট অংশগ্রহণকারীদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনে।  

অনুষ্ঠানে গোল্ড স্পনসর হিসেবে ছিল বীকন ফার্মাসিউটিক্যালস এবং গিফট পার্টনার হিসেবে ছিল অক্ষরস কিক ও হ্যাশট্যাগ।