প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নকশীকাঁথা ব্যান্ডের পরিবেশনা। দলটির সদস্যরা মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই যেন মিলনায়তনজুড়ে উৎসব শুরু হয়। একে একে চারটি গান গেয়ে শোনান তাঁরা। প্রতিটি গানের সঙ্গে মঞ্চের সামনে দর্শকেরা নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নকশীকাঁথার ভোকালিস্ট ও দলপ্রধান সাজেদ ফাতেমী বলেন, ‘আমাদের ব্যান্ড গঠনের উদ্দেশ্য ছিল নদী বাঁচানোর গান গাওয়া, পরিবেশ বাঁচানোর গান গাওয়া, বৃক্ষরাজি বাঁচানোর জন্য গান গাওয়া। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো। তারই অংশ হিসেবে প্রথম আলোর সঙ্গে মাদকবিরোধী কনসার্ট, টিআইবির সঙ্গে দুর্নীতিবিরোধী কনসার্ট করেছি।’
১১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এরপর আলোচনা পর্ব, বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা এবং নকশীকাঁথা, তরুণ ব্যান্ড ও বাংলা ফাইভ ব্যান্ড গান পরিবেশন করে।
লোকগানভিত্তিক গানের দল নকশীকাঁথার জন্ম ২০০৬ সালে। বিলুপ্তপ্রায় লোকগানের ধারাগুলো থেকে কিছু কিছু ধারা ফিরিয়ে এনে সেগুলো আরও আকর্ষণীয়রূপে পরিবেশন করার চিন্তা থেকেই তাদের জন্ম।
গত ১৯ বছরে নকশীকাঁথার অর্জন অনেক। ২০১৮ সালে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে অংশগ্রহণ অন্যতম অর্জন। ‘নজর রাখিস’ (২০০৮) ও ‘নকশীকাঁথার গান’ (২০১৬) শিরোনামে দুটি অ্যালবামসহ সব মিলিয়ে নিজেদের গানের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। প্রকাশিত মিউজিক ভিডিও ৩০টি। ‘নজর রাখিস’ শিরোনামে অ্যালবামটির গানগুলো মূলত বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে। নদী বাঁচানোর গান, পরিবেশ ও প্রতিবেশ বাঁচানোর গান, ফ্যান্টাসি ও আধ্যাত্মিকতায় পূর্ণ। ‘নকশীকাঁথার গান’ শিরোনামে অ্যালবামে মৈমনসিংহ গীতিকা, নেপালি লোকগানের আদলে গান, আধ্যাত্মিক গান, ভাটিয়ালি ও প্রচলিত স্রোতে গা না ভাসানোর আহ্বান-সংবলিত গান আছে। এ ছাড়া বাংলা ভাষার দুর্গতি নিয়ে গান, পুঁথিসহ বিভিন্ন ধারার গান প্রকাশ করেছে তারা।
ব্যান্ডটির অন্য সদস্যরা হলেন জে আর সুমন (লিড গিটারিস্ট), ফয়সাল আদনান (বেজ গিটারিস্ট), বুলবুল সাহা (ড্রামস), সোহেল (কি–বোর্ড), মনোজ (বাঁশি) ও পলাশ (পারকেশন্স)। তাঁরা বিশ্বাস করেন, একজন সচেতন মানুষের চিন্তাচেতনার জগৎকে শাণিত করা এবং তাঁর নিজের চেতনার ভেতরে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বহু ভ্রান্ত মতামত থেকে তাঁকে সঠিক পথে ফিরিয়ে আনার সবচেয়ে বড় অস্ত্র হলো কালচারাল মোটিভেশন। এই মোটিভেশনের নিয়ামক শক্তি হলো নিজস্ব সংস্কৃতি; যার অন্যতম উপাদান হলো লোকগান। একটি সুন্দর গান যেমন মুহূর্তে মানুষের দুঃখ-কষ্ট-হতাশা মুছে দিতে পারে, তেমনই সেই গানই মানুষের ভালো কাজে প্রেরণা পাওয়ার অনন্ত উৎস হয়ে উঠতে পারে।