গোপালগঞ্জ বন্ধুসভার চড়ুইভাতি

এক ফ্রেমে গোপালগঞ্জ বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

প্রকৃতির ঢেউয়ে ঢেউয়ে খালিদের নৃত্য, সবুজের তবলা, উকিল ও সিয়ামের কণ্ঠ—বাকিদের সমবেত সুর, থইথই ফসলের মাঠ, বারোমাসি আমের মুকুল, বারি-৪ সবুজাভ মাল্টা আর মেঘে ঢাকা রোদেলা দুপুর। এ সবই ছিল ৮ জুলাই গোপালগঞ্জ বন্ধুসভার দিনব্যাপী অনুষ্ঠিত চড়ুইভাতি ও পাঠচক্রের আসরে। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও কেন্দ্রের নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়।

চলেছে খাবার পর্ব, এক বন্ধু সবার প্লেটে খাবার তুলে দিচ্ছেন
ছবি: বন্ধুসভা

সভাপতি মিন্টু হকের খাটিয়াগড়ে অ্যাগ্রো প্রজেক্টের সবুজের প্রকৃতির মধে৵ ইভেন্টটি হয়েছে। উপস্থিত ছিলেন সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার উদ্দেশ্য, আদর্শ এবং কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করে। আমি গোপালগঞ্জ বন্ধুসভা এবং বন্ধুদের মঙ্গল কামনা করছি।’ সাবেক সভাপতি সাকিব হোসেন তাঁর বক্তব্যে নিজের অভিজ্ঞতা বন্ধুদের সামনে তুলে ধরে বলেন, ‘আমরা ভয়কে জয় করব আমাদের সাংগঠনিক যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে।’

পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

বর্তমান সভাপতি মিন্টু হক তাঁর বক্তব্যের শুরুতেই পাঁচ শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত বন্ধুরা তাতে সায় দেন। তিনি বলেন, ‘ছয় ঋতুর বৈচিত্র্যময়তা আমাদের দেশজ প্রকৃতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঋতুভিত্তিক নানামুখী আয়োজন আমাদের আবহমান বাংলার ঐতিহ্য। কিন্তু দুঃখের বিষয়, ক্রমশ আমরা সেখান থেকে সরে যাচ্ছি। আমাদের প্রকৃতি মায়ের যত্ন নিতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে।’

কয়েকজন বন্ধু রান্নার কাজে ব্যস্ত
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে তিনটি উপকমিটি গঠন করা হয়েছিল। বাজার কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন, আয়োজক কমিটির সুরাইয়া সুবর্ণা এবং আপ্যায়ন কমিটির আহ্বায়ক করা হয় রিদিতা ইসলামকে। সেখানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুরছালিন শেখ, সমাজকল্যাণ সম্পাদক মিরাজ হোসেন, বইমেলা সম্পাদক সাজ্জাদ, বন্ধু শিউলি, আশিক, রায়হান উকিল, তালহা, রেজওয়ান চৌধুরী, জবা, সবুজ, আলিফসহ ৩০ বন্ধু।

সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ বন্ধুসভা