সকাল থেকেই আকাশে কালো মেঘ। মেঘের আনাগোনায় সূর্যের দেখা নেই। বৃষ্টির সম্ভাবনা মাথায় নিয়ে ১৯ জুন সকাল সাড়ে ৯টা থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া এলাকার শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমিতে আসতে শুরু করেন রায়গঞ্জ বন্ধুসভার বন্ধুরা। তাঁদের সঙ্গে যোগ দেন রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার মেধাবী শিক্ষার্থীরা। উদ্দেশ্য রায়গঞ্জ বন্ধুসভার বন্ধু সমাবেশে যোগ দেওয়া।
‘ভালোর সাথে আলোর পথে’ প্রতিপাদ্যে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ইউসুফ আলী এবং গীতা পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তিথি সাহা।
অতিথির বক্তব্যে ধানঘরা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউছুফ জাকারিয়া বলেন, ‘রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার মেধাবীদের জন্য প্রথম আলো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। রায়গঞ্জ বন্ধুসভা সেই সব মেধাবীকে নিয়ে মিলনমেলার আয়োজন করেছে। এ উদ্যোগে অংশ নিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এই মেধাবীরা আগামী দিনে পরিবারের পাশাপাশি এলাকার জন্য গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করি।’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত নিঝুর প্রাণবন্ত উপস্থাপনায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুল হাসান মুরাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাহ্ উদ্দিন রাজীব, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদুল হক, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ মহল, অমিতাভ সাহা, রাকিবুল হাসান, বিদ্যুৎ কুমার মোদক, রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি আলহাজ আহমেদ ও আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর, সহসভাপতি মুশফিকুর রহমান, ধানঘরা ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হান আজাদ ও মোছা. ছাবিকুন্নাহার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অলোক মাহাতো ও রনি আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাফিছা নাহার ও তিথি সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাহেরা তাসনীম, সুমি খাতুন, সানজিদা আক্তার, ইসরাত তমা, পুলক কুমার মাহাতো, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সুমন মুন্সী, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম, রাজশাহী কলেজের সাদিয়া আলম ও ধানঘরা মহিলা কলেজের শিক্ষার্থী মহুয়া সাহা।
দিনব্যাপী আয়োজনে আকর্ষণীয় পর্ব ছিল র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া বন্ধুসভার বন্ধু মমতাজ মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে সম্মাননা দেওয়া হয়।
বন্ধু, রায়গঞ্জ বন্ধুসভা