বিতর্ক, নেতৃত্ব ও সংগঠনবিষয়ক কর্মশালা

অতিথি ও প্রশিক্ষকদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধুসভা প্রথম আলোর পাঠকদের একটি সংগঠন হলেও মানবিক ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম করে সর্বত্র প্রশংসিত হচ্ছে। আমাদের এখনো মনে রয়েছে বাংলাদেশে যৌতুকবিরোধী, বাল্যবিবাহ রোধ ও এসিড প্রতিরোধে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরাই অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন (বাঁ থেকে) বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক

২৫ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে বিতর্ক, নেতৃত্ব ও সংগঠনবিষয়ক কর্মশালা এবং নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক জাফর সাদিক ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান।

অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জবি বন্ধুসভার সভাপতি নাঈমা আক্তার
ছবি: বন্ধুসভা

সংগঠনে কীভাবে ভালো নেতৃত্ব দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেন সভাপতি উত্তম রায়। সাধারণ সম্পাদক জাফর সাদিক বিতর্ক নিয়ে নানা কৌশল সম্পর্কে কথা বলেন। মৌসুমী মৌ উপস্থাপনার নানা খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন। সৈয়দ রশীদুল হাসান ক্যাম্পাসে নিয়মিত কার্যক্রম পরিচালনায় নানা পরামর্শ দেন।

জবি বন্ধুসভার ‘সেরা বন্ধু’ স্মারক তুলে দিচ্ছেন জাতীয় পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানের শুরুতে নবীন বন্ধুদের বরণ করে নেওয়া হয়। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপদেষ্টারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুরা।

অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক আছমা বিনতে ইকবাল, মোহাম্মদ হাফিজুল ইসলাম, আবুল হোসেন, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী জাকারিয়া খান, এক এম সুজাউদ্দিম, ফরহাদ হোসেন, আরিফুল আবেদ, প্রথম আলোর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আশিকুজ্জামান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী, জবি বন্ধুসভার সভাপতি নাঈমা আক্তার, সাধারণ সম্পাদক ফারজানা আফরিনসহ অন্য বন্ধুরা।