১৯ পৌষ ১৪৩১, কুয়াশায় ঘেরা নিস্তব্ধ শহরের সকাল। এমনই পরিবেশে কুয়াশা উৎসবের মধ্য দিয়ে নতুন বছরের কার্যক্রম শুরু করেছে নোয়াখালী বন্ধুসভা। সকাল ৭টায় বন্ধুরা উপস্থিত হন জেলা শিল্পকলা একাডেমির বটতলায়। অনুষ্ঠানস্থল সুন্দর সব উপকরণ দিয়ে সাজিয়ে তোলেন দপ্তর সম্পাদক নয়ন চন্দ্র কুরীসহ অন্য বন্ধুরা। এরপর কনকনে শীতে একটু উষ্ণতা পেতে সবাই মিলে আগুন পোহান।
সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সানি তামজীদ এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাহিদা রেশমি। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শিমুল। শুরুতেই রবীন্দ্রসংগীত পরিবেশনের মাধ্যমে সবাইকে মাতিয়ে তোলেন সাংস্কৃতিক সম্পাদক অনিক ভৌমিক।
এরই মধ্যে সবার হাতে পৌঁছে যায় ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা। খাওয়ার ফাঁকে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড়চূড়া’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধু আফরিনা আনিকা। একটি ছড়া গান পরিবেশন করেন সহসভাপতি জেরিন ফাহমিদা। গানের তালে তালে সবার হাতে চলে যায় রসের পায়েস; কুয়াশা আর রসের পায়েস যেন এক অনবদ্য অনুভূতি। গরম চায়ের কাপে চুমুকের সঙ্গে সঙ্গে সবাই উপভোগ করেন অর্থ সম্পাদক তাসমিয়া ইয়াসমিন ও সাংস্কৃতিক সম্পাদক অনিক ভৌমিকের দ্বৈত গান। এ ছাড়া বন্ধু মোজাক্কের হোসেন ও ওয়ালিদ সালেহিন কবিতা আবৃত্তি করে শোনান।
অনুভূতি প্রকাশ করে উপদেষ্টা সুমন নূর বলেন, ‘সারা বছর ভালো সব কাজের অংশ হয়ে যেন বন্ধুরা সামনে এগিয়ে চলে।’ অনুভূতি প্রকাশ করেন উপদেষ্টা লায়লা পারভিন, কামাল হোসেন ও নিলয় মিলন।
উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল কাইয়ুম মাসুদ। তিনি বলেন, ‘নোয়াখালী বন্ধুসভার সঙ্গে সব সময় আছি এবং থাকব। বন্ধুসভার ব্যতিক্রমধর্মী উদ্যোগগুলো বরাবরই আমার ভালো লাগে। কুয়াশা উৎসবে থাকতে পেরে সত্যিই ভালো লাগছে। শীতের আমেজে শৈশবের স্মৃতি মনে পড়ছে।’
এরপর গিটারিস্ট বন্ধু বিজয় গান গেয়ে পরিবেশটি উপভোগ্য করে তোলেন। বিদায়ী সভাপতি আসিফ আহমেদ বন্ধুসভায় তাঁর যাত্রাপথ নিয়ে স্মৃতিচারণা ও অনুভূতি ব্যক্ত করেন। আসিফ আহমেদ বলেন, ‘সময়ের পরিক্রমায় একটা সময় সবাইকে বিদায় নিতে হয়। নতুনদের জায়গা করে দিতে হয়। বন্ধুসভা আমার দ্বিতীয় পরিবার; যেখানেই থাকি অবশ্যই বন্ধুসভা আমার প্রথম প্রায়োরিটি।’
অনুষ্ঠানে ২০২৪ সালের পাঁচজন বর্ষসেরা বন্ধুর নাম ও তিনজন বর্ষসেরা পাঠকের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা বন্ধুরা হলেন সাহিদা রেশমি, সানি তামজিদ, মোহাম্মদ শিমুল, ধ্রুব ভুঁইয়া ও আরাফাত শিহাব। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন উপদেষ্টারা। বর্ষসেরা পাঠকের সম্মাননা পেয়েছেন বন্ধু আফরিনা আনিকা, নয়ন চন্দ্র কুরী ও সাহিদা রেশমি। বিগত কমিটির সভাপতি আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক উম্মে ফারহিন ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিমকে সম্মাননা স্মারক তুলে দেন উপদেষ্টারা।
কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সদস্যদের বরণ ও শপথ পাঠ করান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান। এর পরপরই ‘ডিসেম্বরের শহর’ গানটি পরিবেশনা করেন যুগ্ম সম্পাদক তাজকির হোসেন ও বন্ধু শাহরিয়ার। গানের আমেজের সঙ্গে সঙ্গে সবার হাতে চলে যায় খিচুড়ি। গান, কবিতা আবৃত্তি ও খাওয়াদাওয়ায় যাতে একঘেয়েমি না আসে, সে জন্য ছিল হাঁড়িভাঙা খেলা ও লটারি কুপনসহ আকর্ষণীয় সব পুরস্কার।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা