উপহারসামগ্রী বিতরণকালে আবেগাপ্লুত একজন পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘ঈদে ছাওয়াল–মাইয়াদের কী কিইন্যা দিবো, খুব চিন্তায় ছিলাম। টিপু বাবা যহন জানালেন আমি আছি, আমার পরান জুড়ায় গেলো। ওরা (বন্ধুসভার) সকলে অনেক বড় মানুষ হোক, এই দোয়া করি।’
বন্ধুসভার উপদেষ্টা প্রীতম কুমার দাস বলেন, ‘প্রতিবছর বন্ধুসভার এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কয়েকজন বন্ধু অক্লান্ত পরিশ্রম করে ফান্ড কালেক্ট করে গরিব–দুঃখীদের মাঝে ছুটে গিয়েছেন। নগদ অর্থ, পোশাক ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন। সে জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা শিক্ষকেরা তাঁদের এমন উদ্যোগে সব সময় পাশে থাকব, এ আশাবাদ ব্যক্ত করছি।’
পাবিপ্রবি বন্ধুসভার সভাপতি টিপু কুমার গুপ্তা বলেন, ‘যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো—প্রথম আলোর এ প্রতিপাদ্য সামনে রেখে প্রতিবছর আমরা ঈদসহ বিভিন্ন উৎসবে সেবা কার্যক্রম অব্যাহত রাখি। এবার ঈদে আমরা ৫০টি পরিবারকে নগদ অর্থ, পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করি। ভবিষ্যতে আমাদের এ কাজ অব্যাহত থাকবে। আমরা দোয়াপ্রত্যাশী।’