ড্যাফোডিলে বন্ধুসভার বসন্ত উদ্যাপন
গান, কবিতা, নাচসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে গতকাল শনিবার ঋতুরাজ বসন্ত উদ্যাপন করেছেন প্রথম আলো বন্ধুসভা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা। সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের বনমায়া চত্বরে দিনজুড়েই ছিল ‘ড্যাফোডিলে বসন্ত’ শিরোনামের এ আয়োজন।
সকালে পিঠা ও মেহেদী উৎসবের মাধ্যমে শুরু হয় আয়োজন। নানা স্বাদের পিঠার পসরাসহ হলুদ সাজে সেজেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুরের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, রম্য বিতর্ক ও র্যাম্প।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মধুসূদন দাস, ঢাকা মহানগর বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিস, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি এহসানুল হক, সাবেক সভাপতি আহসান আরিফ প্রমুখ।