ঢাকা মহানগর বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৫

জাতীয় পর্ষদের বার্ষিক সভা ও ঢাকা মহানগরের কমিটি ঘোষণা শেষে বন্ধুসভার বন্ধুরা। রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে
ছবি: বন্ধুসভা

ঢাকা মহানগর বন্ধুসভার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক আগামী এক বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করেন।

২৬ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। সাধারণ সম্পাদক হয়েছেন বিগত বছর জাতীয় পর্ষদের প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন করা হাসান মাহমুদ সম্রাট।

ঢাকা মহানগর বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৫
ছবি: বন্ধুসভা

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নাঈমা সুলতানা ও হামিদা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত ও অমিত পাল, সাংগঠনিক সম্পাদক অনিক সরকার, সহসাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান, অর্থ সম্পাদক মামুন হোসেন, দপ্তর সম্পাদক মেঘা খেতান, প্রচার সম্পাদক শারমিন আরা তিশা, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক রাজা মান্নান তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিমা তাসনিম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোশারফ অমি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. কাভী সিকান্দার আলম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আকিফ বিন সাঈদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক শেখ শাবাব আল দ্বীন কাব্য, ম্যাগাজিন সম্পাদক আবরার জাহিন, বইমেলা সম্পাদক সাবিরা সুলতানা, কার্যনির্বাহী সদস্য তাহোসিন আহমেদ, নাহিদুল ইসলাম ও নাবিলা আমেনা।

উপদেষ্টা হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হাসিনা মোস্তাফিজ বহ্নিশিখা, ব্র্যান্ড প্র্যাকটিশনার, কমিউনিকেশন ডিজাইনার ও প্রশিক্ষক শামসুদ্দোহা সাফায়েত, লেখক ও গবেষক আশফাকুজ্জামান, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সাইদুল হাসান ও শিশুসাহিত্যিক দীপ্তি সরকার।