বন্ধুসভা কার্যনির্বাহী কমিটি ২০২৫

রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভার কক্ষে বন্ধুসভা কার্যনির্বাহী কমিটি ২০২৫ ঘোষণাছবি: বন্ধুসভা

সংগঠনকে এগিয়ে নেওয়া এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখার জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি প্রথম আলো বন্ধুসভা তরুণ নেতৃত্ব তৈরি করে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জন্য প্রথম ধাপে ৯৮টি বন্ধুসভার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৫ সালের প্রথম দিন ১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভার কক্ষে ফেসবুক লাইভের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কবি ও কথাসাহিত্যিক এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। ২৪-এর যে অঙ্গীকার, ২০২৫ সালে তার অধিকাংশই পূরণ হবে। আমাদের রাষ্ট্রের সংস্কার হবে। বন্ধুসভার বন্ধুরাও তাঁদের কাজের মাধ্যমে সেই সংস্কারে অংশ নেবে।’

একে একে সারা দেশের কমিটিগুলোর ঘোষণা দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ ও যুগ্ম সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজা।

বন্ধুসভা কার্যনির্বাহী কমিটি ২০২৪-এর সমন্বয়ক হিসেবে কাজ করছেন ফাহমিনা বর্ষা, ডা. রেদোয়ান মাহমুদ রেজা, তৌহিদ ইমাম, খায়রুন্নাহার খেয়া, সায়মন চৌধুরী, জাহিদ ফেরদৌস, হাসান মাহমুদ সম্রাট, আলাদিন আসাদ ও শাহিদা আলম। প্রধান সমন্বয়ক হিসেবে আছেন ফরহাদ হোসেন মল্লিক।

যেসব কমিটি অনুমোদন পেল

ঢাকা বিভাগ (২৪টি): কেরানীগঞ্জ, শরীয়তপুর, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উত্তরা টাউন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, মিরপুর, ভৈরব, লেদার ইঞ্জিনিয়ারিং, গ্রিন ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ও গাজীপুর।

চট্টগ্রাম বিভাগ (২২টি): রাঙ্গুনিয়া, কক্সবাজার সরকারি কলেজ, নোয়াখালী, চকরিয়া, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, লক্ষ্মীপুর, কক্সবাজার উত্তরণ মডেল কলেজ, কক্সবাজার সিটি কলেজ, পটিয়া, কক্সবাজার বাইতুশ শরফ জব্বারিয়া স্কুল অ্যান্ড কলেজ, মহেশখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফেনী, বান্দরবান, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কসবা ও রাউজান।

রাজশাহী বিভাগ (১১টি): চাঁপাইনবাবগঞ্জ, বাউয়েট, পাবনা, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পুণ্ড্র ইউনিভার্সিটি এবং পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

খুলনা বিভাগ (৯টি): নড়াইল, খুলনা, বাগেরহাট, কয়রা, কুষ্টিয়া, কেশবপুর, ঝিনাইদহ, যশোর ও মোংলা।

বরিশাল বিভাগ (৭টি): বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভোলা, বরগুনা, গৌরনদী, ঝালকাঠি ও বরিশাল।

রংপুর বিভাগ (১০টি): রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, সৈয়দপুর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পঞ্চগড়।

ময়মনসিংহ বিভাগ (৮টি): নালিতাবাড়ী, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, ইশ্বরগঞ্জ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

সিলেট বিভাগ (৫টি): সিলেট, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ।

বিশ্ব (২টি): অস্ট্রেলিয়া ও কাতার।

বর্তমানে দেশ ও দেশের বাইরে ১৪০টির বেশি বন্ধুসভা কাজ করছে। ২০২৫ সালের জন্য বাকি বন্ধুসভাগুলোর কার্যনির্বাহী কমিটি পর্যায়ক্রমে অনুমোদন দেওয়া হবে।